14  March, 2024

এই একটি ভুলের জন্যই মেয়েদের বার বার UTI হয়

TV9 Bangla

ইউরিন ইনফেকশনের সমস্যা এখন দিন দিন বাড়ছে। পুরুষ-মহিলা নির্বিশেষে উভয়েরই হতে পারে এই ইউরিন ইনফেকশন

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন( UTI)-তে সবথেকে বেশি ভোগে মহিলারা। তবে ইউটিআই খুবই খারাপ, তাই মানুষকে এই রোগ সম্বন্ধে সচেতন থাকতে হবে

UTI-এর সাধারণ লক্ষণের মধ্যে থাকে তলপেটে ব্যথা, প্রস্রাবের সময় জ্বালা, লালচে প্রস্রাব ইত্যাদি। এছাড়াও কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে

মহিলাদের ইউরেথ্রা আকারে ছোট হয়। যে কারণে দ্রুত ইনফেকশনের সম্ভাবনা থাকে। ইউরেথ্রা উন্মুক্ত থাকে আর মলদ্বারের একদম পাশে থাকে

মলদ্বার দিয়েই ই-কোলাই ব্যকটেরিয়া প্রবেশ করে মহিলাদের শরীরে। বাথরুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, মাঠেঘাটে মলমূত্র ত্যাগ করলে এই ইনফেকশনের সম্ভাবনা বাড়ে

পরিমাণ মত জল না খেলে, টয়লেট চেপে রাখলে সেখান থেকে ইউরিন ইনফেকশনের সম্ভাবনা বাড়ে। আর তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে

স্ত্রী রোগ বিশেষজ্ঞ মিতালি মুখোপাধ্যায় মহিলাদের UTI-প্রসঙ্গে জানান, অনেকেই ইউরিনের জায়গা প্রয়োজনের অতিরিক্ত জল দিয়ে ধুতে থাকেন। বার বার ধুলে PH ব্যালান্স নষ্ট হয়ে যায়

অতিরিক্ত হাইজিন মানতে গিয়ে কেউ সাবান দিয়ে ওই জায়গাটি রগড়ে ধুয়ে নেন, কেউ লাগান অ্যান্টিসেপটিক ক্রিম। এসব খুবই বাজে অভ্যাস এমন কাজ ভুল করেও করবেন না