দু'টি উপাদানেই দাঁত হবে ধবধবে সাদা 

19 November 2023

মুক্তোর মতো ধবধবে সাদা দাঁত সকলের পছন্দ। কিন্তু অযত্নের কারণে দাঁতের উপর হলদে ছোপ পড়ে যায় খুব তাড়াতাড়ি।

নিয়ম করে দু'বেলা দাঁত মাজলেই যে হলদে দাগ পড়বে না, এমন নয়। সঠিক যত্নের অভাবে দাঁত হলদে হতে শুরু করে। 

দাঁতের হলদে দাগ তুলতে অনেকেই চিকিৎসকের কাছে যান। তবে, হেঁশেলের সাধারণ উপকরণ দিয়েও দাঁতের সমস্যা কমানো যায়।

বেকিং সোডা এবং লেবু রান্নাঘরে থাকলেই আপনি দাঁতকে ঝকঝকে করে তুলতে পারবেন। এটি দাঁতের হলদেটে দাগ দূর করবে।

সমপরিমাণ বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি খুব বেশি পাতলা করবেন, আবার খুব বেশি গাঢ়ও যেন না হয়।

এবার এই বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণটি দাঁতে লাগিয়ে নিন। তারপর ব্রাশের সাহায্যে ঘষতে থাকুন। ২-৩ মিনিট ঘষে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ বার আপনি বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণটি ব্যবহার করলেই পেয়ে যাবেন সাদা মুক্তোর মতো দাঁত। 

শুধু হলদে দাগ তুলতে মিশ্রণটি ব্যবহার করুন। খুব বেশি এটি ব্যবহার করলে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিডে দাঁতের ক্ষয় হতে পারে।