17 January 2024

শীতের এই খাবারে মিলবে ভিটামিন এ

credit: istock

TV9 Bangla

সুন্দর ত্বক, মজবুত হাড় ও শক্তিশালী ইমিউনিটির জন্য ভিটামিন এ জরুরি। ভিটামিন এ হার্ট, ব্রেন ও কিডনির কার্যকারিতার বিশেষ ভূমিকা পালন করে।

ভিটামিন এ এমন একটি পুষ্টি যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন। কিন্তু এই শীতকালে কোন-কোন খাবারে ভিটামিন এ পাওয়া যাবে, জানেন?

রাঙা আলুর মধ্যে বিটা-ক্যারোটিন রয়েছে, যা ভিটামিন এ হিসেবে কাজ করে। চোখের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এটি ভীষণ জরুরি।

রাঙা আলুর মতো গাজরের মধ্যে বিটা-ক্যারোটিন রয়েছে, যা ভিটামিন এ হিসেবে কাজ করে এবং চোখের স্বাস্থ্য উন্নত করে।

শীতের সবজি হিসেবে আপনি পালং শাক খান। এতে ভিটামিন এ-এর পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন, যা সামগ্রিক স্বাস্থ্য উন্নত করে।

রঙ-বেরঙের বেলপেপারে ভিটামিন এ পাওয়া যায়। এতে ভিটামিন সি-ও পাওয়া যায়, যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

রোজের ডায়েটে ডিম রাখুন। ডিমের মধ্যে রেটিনল পাওয়া যায়, যা এক ধরনের ভিটামিন এ। এছাড়া ভিটামিন বি ও প্রোটিন মেলে এই খাবারে।

দুগ্ধজাত পণ্যে আপনি ভিটামিন এ পেয়ে যাবেন। দুধ, চিজ, ছানা, দই ইত্যাদি খেতে পারেন। লো-ফ্যাট দুগ্ধজাত পণ্য বেশি উপকারী।