2 April 2024
শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হলে কীভাবে বুঝবেন?
credit: istock
TV9 Bangla
হাঁটু, কোমর, জয়েন্টের ব্যথায় ভুগছেন? ম্যাসাজ করে ওষুধ খেয়েও কমছে না? এটা ভিটামিন-ডি-র ঘাটতির কারণ হতে পারে।
চোট-আঘাত, আর্থ্রাইট্রিস ছাড়াও পেশিতে টান, গাঁটে-জয়েন্টে ব্যথা, দাঁতের সমস্যা ভিটামিন-ডি-র ঘাটতির কারণে হতে পারে।
চুল পড়া ভিটামিন ডি ঘাটতি হওয়ার অন্যতম লক্ষণ। তাই বিষয়টি উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ নিন ও রক্ত পরীক্ষা করান।
ঘন-ঘন ঘুম পাওয়া- ভিটামিন ডি-র অভাব হলে পেশি ঠিকমতো কাজ করতে পারে না, ক্লান্তি অনুভব করে। তাই ক্লান্তিভাব হয়, ঘন-ঘন ঘুম পায়।
ভিটামিন ডি-র সঙ্গে মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে। এই ভিটামিনের অভাবে মেজাজ খিটখিটে থাকে। বিশেষ কারণ ছাড়াও হতাশা, উদ্বেগ বাড়তে পারে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ভিটামিন-ডি। এই ভিটামিনের অভাবে ঘন-ঘন সর্দি-কাশি, ফ্লু-তে আক্রান্ত হতে পারেন।
ভিটামিন-ডি -র উৎস হল সূর্যরশ্মি। তাই শরীরে ভিটামিন ডি-র ঘাটতি হলে শরীরে রোদ লাগানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
সূর্যরশ্মি ছাড়াও ভিটামিন-ডি-র ঘাটতি পূরণ করতে দুধ, ডিম খেতে পারেন। এছাড়া চিকিৎসকের পরামর্শমতো সাপ্লিমেন্ট নিতে পারেন।
আরও পড়ুন