11 July 2024
কোন বয়সে কত পাঁ হাঁটা উচিত জানুন
credit: istock
TV9 Bangla
শরীর ফিট রাখতে প্রতিদিন হাঁটা, সাইকেলিং, সাঁতার যোগা করা জরুরি। কিন্তু, বর্তমানের অধিকাংশেরই এগুলি করা সম্ভব হয় না।
যোগা, সাঁতার, সাইকেলিং করার সময় না পেলেও প্রতিদিন অন্তত হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দিনের অন্তত একটি সময়ে হাঁটা খুব জরুরি।
শরীর ফিট রাখার পাশাপাশি খাবার হজম করতে, ভাল ঘুমের জন্য, এমনকি মানসিক স্বাস্থ্য ভাল রাখতেও নিয়মিত হাঁটা জরুরি।
হাঁটা খুব উপকারী হলেও অতিরিক্ত হাঁটা স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। তাই স্বাস্থ্যের অবস্থার পাশাপাশি বয়স মাথায় রেখেই হাঁটা উচিত।
বিশেষজ্ঞের মতে, ১৮ বছর থেকে ৪০ বছর বয়সি সুস্থ-স্বাভাবিক পুরুষ ও মহিলার প্রতিদিন ১০-১২ হাজার পা হাঁটা উচিত।
বয়স বাড়ার সঙ্গে হাঁটার পরিমাণ কম করুন। ৪০ বছর থেকে ৫০ বছর বয়সি সুস্থ-স্বাভাবিক পুরুষ ও মহিলার প্রতিদিন ৮-১০ হাজার পা হাঁটা উচিত।
বয়স ৫০ বছর থেকে ৬০ বছর হলে প্রতিদিন ৫-৭ হাজার পা হাঁটুন। এটা সুস্থ-স্বাভাবিক পুরুষ ও মহিলার জন্য প্রযোজ্য।
বয়স ৬০ বছর থেকে ৭০ বছর হলে এবং বিশেষ কোনও শারীরিক সমস্যা না থাকলে প্রতিদিন ৫ হাজার পা হাঁটুন। টানা হাঁটতে ক্লান্ত বোধ করলে কিছুক্ষণ বসে নিন।
আরও পড়ুন