21 July 2024
কী করে বুঝবেন আপনার পোষা পাখি অপুষ্টির শিকার?
credit: igoogle
TV9 Bangla
অনেকেই শখ করে বাড়িতে পাখি পোষেন। টিয়া, ময়না, কাকাতুয়া থেকে আরও কত কি! তাদের নিজের সন্তানের মতোই ভালবাসেন।
আর সেখানেই গোলমাল! আমরা নিজেরা যা খাই, পোষ্য পাখিকে তাই খেতে দিই। কিন্তু এটা ঠিক নয়।
পাখিদের ডায়েট হওয়া উচিত তার ওজন এবং প্রজাতি অনুসারে। ডায়েটে থাকা উচিত ভিটামিন এ, ভিটামিন ডি৩, ভিটামিন বি কমপ্লেক্স ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড।
সঠিক মাত্রায় সেই সব পুষ্টি গুণ যদি খাবারে না থাকে তা হলে অপুষ্টিতে ভুগতে পারে আপনার পোষা পাখি। কী করে বুঝবেন পোষ্য অপুষ্টির শিকার কি না?
পাখি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বে। সবসময়ে ঝিমোবে। পালক উঠতে শুরু করবে। পাখি মাঝে মাঝে নিজে তার গা থেকে পালক ছেড়ার চেষ্টা করে। সেই লক্ষণ কিন্তু ভাল নয়।
প্রোটিনের অভাব হলে পালকের রঙে বদলে আসতে পারে। অনেক সময় পাখির ঠোঁটের চারপাশে ও মুখের ভেতরে হলদেটে সাদা ছোপ দেখা যায়।
অপুষ্টি হলে পাখি কিছু খেতে চাইবে না। আচরণেও বদল আসবে। খাবার খাওয়াতে গেলে বিরক্ত হবে তেড়ে আসবে বা ঠুকরে দেওয়ার চেষ্টা করবে।
ঠোঁটের উপরে গভীর ক্ষত তৈরি হতে পারে। অপুষ্টির ফলে পাখির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে। ফলে নানা সংক্রমক রোগে আক্রান্ত হতে পারে।
আরও পড়ুন