28 February 2024
কিছু খেলেই পেট ব্যথা হয়?
credit: istock
TV9 Bangla
অনেকেরই কিছু খেলেই পেট ব্যথা শুরু হয়ে যায়। সঙ্গে বমি বমিভাবও দেখা যায়। কিন্তু কেন?
পেটের ব্যথা নানা ধরনের হয়ে থাকে। কিছু ব্যথা আছে যেগুলো হঠাৎ করে শুরু হয় এবং একটু পর ভাল হয়ে যায়।
এই ব্যথা খুব তীব্র হয় না। আবার কিছু ব্যথা আছে হঠাৎ করে শুরু হলেও বেশ তীব্র ও কষ্টদায়ক হয়।
এমন ধরনের সমস্যা দেখা দিলে হতে পারে আপনার গ্যাসট্রাইটিসের সমস্যা আছে।
গ্যাসট্রাইটিসের কারণেও পেটে ব্যথা হয়। এছাড়া বমি বমি ভাব ও বমি হতে পারে। অনেকেই গুরুত্ব দেয় না।
চিকিৎসা করানো না হলে এর ফলে গ্যাস্ট্রিক আলসার ও রক্তপাত হতে পারে। অ্যালকোহল পানও আরও একটি কারণ।
ধূমপান, হেলিকোব্যাকটর পাইলরি ব্যাকটেরিয়াসহ নানা কারণে গ্যাসট্রাইটিস হতে পারে।
কিডনিতে হওয়া পাথর যখন মূত্রনালীতে চলাচল করে তখন পেটে ব্যথা হতে পারে।
আরও পড়ুন