15th July 2024

এইভাবে ডায়েট প্ল্যান করলে আর খেতে হবে না সুগারের ওষুধ!

credit: istock

TV9 Bangla

সঠিক সময়ে ওষুধ খাওয়া, সঠিক মাত্রায় খাবার গ্রহণ করার পাশাপাশি সুষম খাদ্য রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে

রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে ও ডায়াবেটিক নিউরোপ্যাথি এড়াতে সঠিক খাদ্য পরিকল্পনা গ্রহণ করা উচিত। ডায়াবেটিস রোগীদের জন্য ওষুধের মতো ডায়েটও গুরুত্বপূর্ণ।

অনেকেই মনে করেন যে কোনও কিছু খাওয়ার পর ওষুধ খেলে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়। তা একেবারেই ভুল ধারণা। 

সকালের খাবারে ওটস, ভেজিটেবল পোরিজ, স্প্রাউটস, বেসন চিলা, চিয়া সিড পুডিং, মাল্টিগ্রেন অ্যাভোকাডো টোস্ট, দই ও ডিমের সাদা অংশ খেতে পারেন।

ডায়াবেটিস রোগীরা দুপুরের খাবারে মরসুমি সবজি, ডাল, রুটি, স্যালাদ ও দই খেতে পারেন। একবেলা ভাত দরকার হলে, দুপুরের খাবারে স্টার্চ ফ্রি ভাত খেতে পারেন।

শসা, টমেটো ও পালং শাকের স্যালাদ বা স্যুপ খেতে পারেন। উপকার পেতে পারেন। ডায়াবেটিস রোগীরাও টমেটোর স্যুপ তৈরি করে লাঞ্চে খেতে পারেন।

দুপুরের খাবারে মটরশুটি ও পনিরের তরকারি খেতে পারেন। যারা আমিষ খেতে পছন্দ করেন, তারা অল্প পরিমাণে চিকেন রোস্ট খেতে পারেন।

রাতে ফল খাওয়া একেবারেই উচিত নয়। ডিনার করুন হালকার উপর। ডায়েট প্ল্যান ভালো হলে সুগার লেভেলও নিয়ন্ত্রণে থাকে।