এরপর খান ডিমের সাদা অংশ। সাদা বা সেদ্ধ অংশ খেতে পারেন না। অমলেট খেতে পারেন। ওজন কমবে হু হু করে।
এরপর খালি পেটে কয়েকটি ভেজানো আমন্ড খেতে পারেন। এতে সারাদিন শরীরে থাকবে প্রচুর এনার্জি। এমনকি ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
এরপর খান গরম জলে ভেজানো ওটস। টকদই দিয়েও খেতে পারেন। শরীর থাকে তাজা ও সুস্থ।
ব্রেকফাস্টে ফল খাওয়া খুবই উপকারী। রাতে দীর্ঘক্ষণ খালি পেটে থাকার কারণে পুষ্টিকর ও স্বাস্থ্যকর ফল খেতে পারেন। মরসুমি ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও খনিজ জল।