13  March, 2024

পায়ে এই লক্ষণ দেখলেই সাবধান! হতে পারে স্ট্রোকও

TV9 Bangla

credit: Pinterest

উচ্চ কোলেস্টেরলের প্রভাবে হার্টের নানা অসুখও বাড়ছে তরতরিয়ে। সাধারণ রোগের তুলনায় দেশে বাড়ছে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মতো ঘটনা। সমীক্ষা বলছে, দেশে প্রতি বছর উচ্চ কোলেস্টেরলের সমস্যা ভোগেন প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ। এত সংখ্যক মানুষের আক্রান্তের পিছনে রয়েছে দৈনন্দিন জীবনযাপন, খাদ্যাভাস, অতিরিক্ত চাপ।

আর এইসবের কারণেই সবচেয়ে বেশি মাত্রায় বাড়ছে উচ্চ কোলেস্টেরলে আক্রান্তের সংখ্যা। সমীক্ষা বলছে, ভারতে প্রায় ৪০-৫০ শতাংশ মানুষ উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগে থাকেন।

রক্তপ্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা গেলে স্বাভাবিক জীবনযাপনে বাধা তৈরি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় হৃদযন্ত্র। বাড়িয়ে তোলে হৃদরোগের অসুখও। স্ট্রোক ও অ্যাটাকের ঝুঁকিও বাড়ে।

এমন রোগকে বলা হয় হাইপারলিপিডেমিয়া। আপনার শরীরে এই রোগ বাসা বেঁধেছে কিনা তা বোঝার উপায় হল পায়ের নীচের অংশ বা পায়ের পাতা। পায়ের কিছু উপসর্গ দেখা দিলে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত হয়েছেন। 

মাঝে মাঝে পায়ের পাতা অসাড় হয়ে যাওয়া, ঝিনঝিন ধরা, হাঁটতে হাঁটতে ব্যথা পাওয়ার লক্ষণ দেখলে সাবধান হোন এখনই। পায়ের আঙুল কোনও ক্ষত শুকোতে দেরি হওয়া একপ্রকার বিপদ সঙ্কেত।

হাঁটার সময় পায়ের জোড় কমে গেলে সতর্ক হোন। অনেকে ভাবেন ক্লান্তি বা জল খাওয়া কম হওয়ার জন্য হয়ে থাকে। তা মোটেও না।

এছাড়া সিঁড়িতে ওঠার সময় বা বেশি হাঁটাহাঁটি করার সময় পেশিতে টান ধরা, বসার অবস্থা থেকে দাঁড়িয়ে পড়লে পেশিতে টান ধরা, এই রোগের অন্যতম লক্ষণ।