3 February 2024
যে রোগ থাকলে বেদানা খাবেন না...
credit: istock
TV9 Bangla
বেদানা স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা দূরে রাখতে সাহায্য করে। স্বাস্থ্যের জন্য এত উপকারী হওয়া সত্ত্বেও অনেকেরই বেদানা খাওয়া এড়িয়ে চলা উচিত।
বেদানা অনেক সময় স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে। উলটে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে এই ফল। কাদের বেদানা খাওয়া উচিত নয় দেখুন।
Pomegranate Plant
আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে, তবে আপনার বেদানা খাওয়া উচিত নয়। এমনটা করলে আপনার সমস্যা আরও বাড়তে পারে।
আসলে বেদানা খেলে শরীরে রক্ত বাড়ে। এমন পরিস্থিতিতে, আপনার ত্বকে অ্যালার্জি থাকলে, আপনি যদি বেদানা খান, তাহলে আপনার শরীরে লাল গোটা বেরতে পারে।
যাদের কম রক্তচাপের সমস্যা রয়েছে তারা বেদানা খাবেন না। আজকাল জীবনে উচ্চ রক্তচাপের রোগ বেশিরভাগ মানুষের থাকে। তাদের জন্য বেদানা একটি আশির্বাদ।
মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা, যারা নিয়মিত এই রোগের জন্য ওষুধ খান তাদের জন্য বেদানা প্রায় বিষের সমান। তাই এড়িয়ে চলুন।
সর্দি কাশিতে বেদানা খেলে শরীরের আরও ক্ষতি হয়। বেদানা সাধারণত ঠাণ্ডা ফল। তাই সাধারণত গরমকালেই এই ফল খাওয়া হয়।
যাদের সর্দি কাশি বা ঠাণ্ডা লাগার ধাত আছে তাদের বেদানা খাওয়া উচিত নয়। এর ফলে আরো ঠাণ্ডা লাগতে পারে। তারা বেদানার পরিবর্তে গরম কিছু খাওয়া উচিত।
আরও পড়ুন