21 July 2024
প্রস্রাবের রং লাল মানে কিসের লক্ষণ?
credit: istock
TV9 Bangla
প্রস্রাবের মাধ্যমে শরীর তার বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। শরীরের প্রোটিন, লোহিত কণিকা, মাংসপেশী ভেঙ্গে নাইট্রোজেনাস বর্জ্য তৈরি হয়।
ইউরিয়া ও ক্রিয়েটিনিন এর অন্যতম উপাদান। সাধারণত প্রস্রাবের রং হলুদ বা সাদা হলেও অনেক সময় প্রস্রাবের রং লাল হয়।
সাধারণত এর মানে প্রস্রাবে রক্ত আছে। মূত্রনালীর সাথে সম্পর্কিত যে কোনও সমস্যা হলে প্রস্রাবের সঙ্গে রক্ত বের হয়।
আবার কিডনি, মূত্রাশয় ও প্রোস্টেট এবং মূত্রনালীর সাথে সংযোগকারী কোনও টিউব থেকে রক্তপাত হলে প্রস্রাব লাল হতে পারে।
প্রস্রাবের সাথে মিশে থাকা রক্তের পরিমাণ ও সতেজতার উপর নির্ভর করে যে ওই প্রস্রাবের রং কী রকম হবে।
রক্তপাত যদি প্রবল মাত্রায় হয়, তাহলে প্রস্রাবের রং গাঢ় লাল হয়। আবার প্রস্রাবে রক্তের পরিমাণ কম থাকলে লালচে ভাব কিছুটা কম হয়।
এই ধরনের রক্তপাতের পেছনে অনেক কারণ থাকতে পারে। যেমন— কিডনিতে পাথর, ক্যানসার, ট্রমা কিংবা মূত্রনালীতে কোনও সংক্রমণ।
সাধারণভাবে অতিরিক্ত বিটরুট খেলেও প্রস্রাবের রং লাল হয়ে যায়। তবে মূত্রের রং লাল হলে অবিলম্বে সচেতন হন। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন