24 MAY 2025

প্রাক্তন নকশালদের মহিলা বাহিনীই আজ মাওবাদীদের ত্রাস! দন্তেশ্বরী ফাইটারস আসলে কারা?  

credit:TV9

TV9 Bangla

২০২৬ সালের মধ্যেই মাওবাদী মুক্ত ভারতের ডাক দিয়েছেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেই উদ্দেশ্যেই দিন-রাত এক করে চলছে নকশালদের বিরুদ্ধে অভিযান।

সেই অভিযানে নিরাপত্তা বাহিনীর সহযোগী আরেক মহিলা বাহিনী। বা বলা ভাল একদল মাওবাদীই। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

'দন্তেশ্বরী ফাইটারস', মহিলা কমান্ডারদের নিয়ে তৈরি এই বিশেষ দল ২০১৯ সাল থেকেই ক্রমাগত লড়ে চলেছে মাওবাদীদের বিরুদ্ধে।

মূলত ছত্তিশগড়ের বস্তার এলাকাকে আজও মাওবাদীদের আঁতুড়ঘর হিসাবে গণ্য করা হয়। সেখানেই জীবন বাজি রেখেই মাওবাদী বিরুদ্ধ অভিযান চালিয়ে চলেছে এই বাহিনী।

আসলে সালওয়া জুদুমে আত্মসমর্পণকারী মহিলা মাওবাদীরা এই দল গঠন করে। আত্মসমর্পমণের পরে অনেকে সংসারে ব্যস্ত হয়ে পড়লেও কেউ কেউ মাওবাদীদের বিরুদ্ধে হাতে তুলে নেয় বন্দুক।

তেমনই এক কমান্ডার উসমতি। ১৫ বছর যুক্ত ছিলেন নকশাল সংগঠনে। গঙ্গালুর ক্যাম্পে ৬ জনকে হত্যার দায় রয়েছে তাঁর কাঁধে। আত্মসমর্পণের পরে কোয়ার্টার-চাকরি সবই পেয়েছেন। প্রিয়জনদের রক্ষার্থে নকশালদের সঙ্গে লড়তে পারেন।

৬০ জন মহিলাকে নিয়ে তৈরি হয়েছে এই বাহিনী। ২০ জন আত্মসমর্পণকারী নকশাল। ২০ জন  দান্তেওয়াড়ার গ্রামীণ মহিলা। ২০ জন এমন যারা কখনও নকশালদের কারণে প্রিয়জনকে হারিয়েছেন।

এই বাহিনী মিশে থাকে গ্রামবাসীর সঙ্গে। ছোট ছোট অপারেশনে সাহায্য করে নিরাপত্তা বাহিনীকে। কেবল এনকাউন্টার নয়, বুঝিয়ে নকশালদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজও করে এই বাহিনী।