24 MAY 2025

হোটেলে স্ত্রীর পরকীয়ার ফুটেজ পেতে মরিয়া সেনাকর্তা, আদালত জানাল...

credit:TV9

TV9 Bangla

বিবাহ-বর্হিভূত সম্পর্কে রয়েছেন স্ত্রী, সন্দেহ ভারতীয় সেনার মেজর পদে কর্মরত অফিসারের। তাই স্ত্রীকে হাতেনাতে ধরতে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখতে চান তিনি।

তাঁর সন্দেহ নিজের স্ত্রী যাঁর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন তিনিও একজন ভারতীয় সেনারই মেজর পদের অফিসার। তাই স্ত্রীর পরকিয়ার প্রমাণ জোগার করতে দিল্লির পটিয়ালা হাউস কোর্টের দারস্থ হয়েছিলেন মেজর স্বামী।

কিন্তু মেজরের সেই আবেদন খারিজ করে দিল আদালত। নিজের পর্যবেক্ষণে আদালত জানায় দুই সাবালকের গোপনীয়তার অধিকার রয়েছে।

হোটেল বুকিংয়ের তথ্য বা সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখার অধিকার নেই তৃতীয় পক্ষের। বিচারক বৈভবপ্রতাপ সিংহ এ-ও জানান যে, মামলায় অভিযুক্ত স্ত্রী এবং তাঁর প্রেমিকের নামোল্লেখ নেই।

কিন্তু তাঁদেরও আদালতে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। দুই প্রাপ্তবয়স্কের অনুমতি ছাড়া হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ চাওয়া যেতে পারে না।

এই আদেশ দেওয়ার সময় বিচারপতি গ্রাহাম গ্রিনের উপন্যাস 'দ্য এন্ড অফ দ্য অ্যাফেয়ার'-এর একটি উদ্ধৃতিও তুলে ধরেন। 'বারডেন অব ফিডেলিটি' অর্থাৎ বিশ্বাস রাখার দায়িত্ব যে প্রতিশ্রুতি দিয়েছে তাঁর। বহিরাগত ব্যক্তি তার দ্বারা আবদ্ধ নন।

২০১৮ সালের সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে বিচারক জানান, আধুনিক ভারতে লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার কোনও স্থান নেই।

প্রেমিককে বেছে নেওয়ার অধিকার মেয়েদের নেই— এমন ধারণাকে আগেই অমূলক জানিয়েছে আদালত।