23 December 2023

 ভাঙল ৭ মাসের সংক্রমণের রেকর্ড, একদিনেই করোনায় মৃত ৪

credit: istock

TV9 Bangla

২০১৯ সালের ডিসেম্বর মাস। চিনের উহানের মাছ-মাংসের বাজার ছড়িয়ে পড়েছিল এক অজানা সংক্রমণ। এক মাসের মধ্যেই সেই সংক্রমণ গোটা দেশে ছড়িয়ে পড়ে। বাকি বিশ্বেও সংক্রমণ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

২০২০ সালের মার্চ মাস। তখন গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। দেশে জারি হল লকডাউন। সংক্রমণ রুখতে মাসের পর মাস ঘরবন্দি হয়ে কাটালেন দেশবাসী।

করোনার প্রভাব কতটা ভয়ঙ্কর ছিল, তা বলার প্রয়োজন রাখে না। ২০২২ সাল থেকে ধীরে ধীরে মুক্তি মিলছিল করোনা থেকে। কিন্তু ২০২৩ সালের শেষভাগে এসে আবার ফিরছে করোনার আতঙ্ক।

আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-র প্রভাবে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এবার দৈনিক সংক্রমণে সাত মাসের রেকর্ড  ভাঙল।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। গত ২১ মে-র পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ জনের। সক্রিয় রোগীর সংখ্যাও ৩ হাজার পার করেছে।

করোনা সংক্রমণে যে চার রোগীর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে দুইজনই কেরলের। এছাড়া একজন কর্নাটক ও রাজস্থানের বাসিন্দারও মৃত্যু হয়েছে সংক্রমণে। বর্তমানে মৃত্যুহার ১.১৮ শতাংশ।

 সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যকে কোভিড পজিটিভ রিপোর্ট এলেই, সেই নমুনা সম্পূর্ণ জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়াবহ আকার ধারণ না করলেও, যেহেতু দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে, তাই মাস্ক পরা, সামাজিক দূরত্বের মতো স্বাস্থ্যবিধি ফের একবার অনুসরণ করতে বলা হয়েছে।