15 March 2024

ইভিএম কারা তৈরি করে ও কবে প্রথম আসে জানলে অবাক হবেন 

TV9 Bangla

লোকসভা ভোট আসতে চলেছে। ব্যালটে ভোট দেওয়ার ঝক্কি অনেক আগেই শেষ হয়েছে। এখন ভোট মানেই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন)।                   

ইভিএম-এ তো সবাই ভোট দেন। কিন্তু, জানেন ৮০-র দশকেই প্রথম এই মেশিন ব্যবহার হয়েছিল। কোথায় ইভিএম তৈরি হয়, কত খরচ পড়ে জানুন বিস্তারিত।                    

 দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের ইভিএম  তৈরি করে দুই রাষ্ট্রায়ত্ব সংস্থা- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (ECIL)।                   

ভারতে প্রথম পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার হয় ১৯৮২ সালে। কেরলের উত্তর পারাভুর বিধানসভা কেন্দ্রের কিছু বুথে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার হয়।                   

১৯৯৯ সালে প্রথম গোয়া বিধানসভা নির্বাচনে ইভিএম ব্যবহার হয়। ২০০৪ সাল থেকে সমস্ত নির্বাচনে এটি ব্যবহার করা হয়।                    

বর্তমানে ভারতে দু'ধরনের EVM রয়েছে- M2 EVM এবং M3 EVM। প্রথমটি ২০০৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে তৈরি হয়েছিল এবং ২০১০ সালের পর থেকে এখন তৈরি হয় M3 EVM।                    

ব্যালটিং এবং কন্ট্রোল ইউনিট-সহ M2 ইভিএম বানাতে খরচ পড়ত ৮, ৬৭০ টাকা। আর  M3 EVM তৈরি করতে খরচ পড়ে ১৭ হাজার টাকা।                    

ইভিএম-এর খরচ আপাতদৃষ্টিতে বেশি হলেও আদতে কম। ব্যালটে ভোটে বিপুল পরিমাণ কাগজ খরচ, প্রিন্ট খরচ থেকে কর্মীদের ভোট-মজুরি দিতেই অনেক ব্যয় হত।                   

ব্যালটে ভোটদান থেকে গণনার জন্য অনেক সময় লাগত। এখন ইভিএম-এ ভোট দেওয়ার ঝক্কি কম, গণনাও সুবিধা। ফলে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হতে অনেকই কম সময় লাগে।