26 JAN 2025

কী ভাবে বাছাই হয়, ২৬ জানুয়ারি কোন NCC ক্যাডেটরা কুচকাওয়াজ করবেন?  

credit:GettyImages

TV9 Bangla

২৬ জানুয়ারি মানেই সকাল সকাল টিভি খুলে দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ চালিয়ে দেওয়া। একে একে সারিবদ্ধ ভাবে প্যারেড করেন সব জওয়ানরা।

সেই তালিকায় থাকে তিন বাহিনীর দল থেকে শুরু করে এনসিসি ক্যাডেটরাও। এনসিসি ক্যাডেটরা মূলত স্কুল বা কলেজের পড়ুয়া হয়। সারা দেশে প্রায় কয়েক হাজার এনসিসি ক্যাডেট আছে।

প্রশ্ন হল তার মধ্যে থেকে কী ভাবে ঠিক করা হয় কারা কারা ২৬ জানুয়ারি দিল্লিতে কুচকাওয়াজে অংশ নেবে জানেন?

দিল্লিতে কারা প্রজাতন্ত্র দিবসের দিন কুচকাওয়াজে অংশ নেবেন তার জন্য এনসিসি ক্যাডেট নির্বাচনের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রতিযোগীতায় অংশ নিতে হয়।

উত্তর প্রদেশের BN এনসিসি সুবেদার মেজর শরৎ সিং জানিয়েছেন শুধুমাত্র নির্বাচিত ক্যাডেটরাই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিতে দিল্লি যেতে পারেন।

এই গোটা নির্বাচন পদ্ধতিটি শেষ করতে প্রায় ৩ মাস লাগে। অক্টোবর মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত চলে এই বাছাইয়ের কাজ।

প্রথমে নিজস্ব ব্যাটেলিয়নের প্রার্থীদের মধ্যে প্রতিযোগীতা হয়। সেখানে বিজয়ী ক্যাডেটরা আবার একই বিভাগের বিভিন্ন ব্যাটেলিয়নের ক্যাডেটদের সঙ্গে প্রতিযোগীতায় অংশ নেন।

এরপর নির্বাচিত ক্যাডেটরা অন্য বিভাগের নির্বাচিত ক্যাডেটদের সঙ্গে প্রতিযোগীতা করেন। শেষে সকল নির্বাচিত ক্যাডেটদের মধ্যে প্রতিযোগীতার শেষে বিজয়ীদের নিয়ে তৈরি হয় প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের বিশেষ টিম।