24 JAN 2025

ভারতীয় সেনায় কতজন মহিলা আছে জানেন?

credit:Meta AI

TV9 Bangla

আজকাল পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েই সর্ব ক্ষেত্রে এগিয়ে চলেছে মেয়েরাও। এমনকি ভারতীয় সেনাবাহিনীতেও বাড়ছে মহিলাদের আধিক্য।

ভারতীয় সেনাবাহিনীতে মহিলা অফিসারদের, স্থায়ী নিয়োগের জন্য ২৩ নভেম্বর ২০২১-এ লিঙ্গ নিরপেক্ষ ক্যারিয়ার অগ্রগতি নীতি চালু করে সরকার।

কেবল লিঙ্গ নিরপেক্ষ নীতি চালু করাই নয়, অস্ত্রশস্ত্র এবং অনান্য পরিষেবার ক্ষেত্রেও যাতে মহিলারা সমান সুযোগ পান তাই জন্য নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী টিআর বালু জানান, বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে মোট ৭,০৯৩ জন মহিলা কর্মরত রয়েছেন।    

সেনাবাহিবীর মেডিকেল কোর, ডেন্টাল কর্পস এবং মিলিটারি নার্সিং সার্ভিসে মোতায়েন রয়েছেন বহু মহিলা কর্মচারী।

বিভিন্ন পদে তাঁদের নিযুক্ত করা হয়েছে। এই তিনটি বিভাগ মিলিয়ে মোট ৬৯৯৩ জন মহিলা মোতায়েন রয়েছে।

আর্মি সার্ভিস কোর, অর্ডিন্যান্স কোর, এডুকেশন কোর, ইঞ্জিনিয়ার কোর, সিগন্যাল কোর, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল কোর, ইন্টেলিজেন্স সহ বেশ কয়েকটি কোরেও নারীদের মোতায়েন করা হয়েছে।

তথ্য বলছে বর্তমানে প্রতি ৬ মাসে ১৯ জন মহিলা ক্যাডেট জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে নিয়োগ করা হয়। এর মধ্যে ১০ জনকে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।