11 January 2024

TV9 Bangla

Credit- Pinterest

লাক্ষাদ্বীপে কি লক্ষ দ্বীপ আছে?

 হিড়িক উঠেছে লাক্ষাদ্বীপ যাওয়ার। মলদ্বীপের বিকল্প হিসাবে জনপ্রিয় হয়ে উঠছে দেশের এই কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু লাক্ষাদ্বীপের নাম কোথা থেকে এসেছে জানেন? কেনই বা লাক্ষাদ্বীপ নাম?

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ঘুরতে যাওয়ার পরই সকলে আগ্রহ দেখাচ্ছেন লাক্ষাদ্বীপ নিয়ে। কীভাবে লাক্ষাদ্বীপ ঘুরতে যাবেন, তা বর্তমানে ট্রেন্ড করছে গুগল সার্চে।

১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পেলেও ১৯৫৬ সালে তৈরি হয় লাক্ষাদ্বীপ। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। পরে ১৯৭৩ সালে লাক্ষাদ্বীপের নামকরণ করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, মালয়লম ও সংস্কৃত ভাষা থেকে লাক্ষাদ্বীপ নামটি নেওয়া হয়েছে।

 সংস্কৃত ও মালয়লমে লাক্ষাদ্বীপ নামটি ভাঙলে দাঁড়ায় এক লক্ষ দ্বীপ। তবে সত্যি কিন্তু লাক্ষাদ্বীপে এক লক্ষ দ্বীপ নেই। ৩৬টি দ্বীপ নিয়ে তৈরি হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল।

অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত, সবুজে ভরা পরিবেশের জন্য বিখ্যাত লাক্ষদ্বীপ। ভারতের মলদ্বীপও বলা হয় লাক্ষাদ্বীপকে।

শুধু আন্দামানই নয়, লাক্ষাদ্বীপ ঘুরতে গেলেও প্রবাল দ্বীপ দেখতে পাওয়া যায়।   এছাড়া স্বচ্ছ জলে স্নরকেলিংও অসাধারণ অ্যাডভেঞ্জার।

সম্প্রতি প্রধানমন্ত্রীও স্নরকেলিং করেছেন লাক্ষাদ্বীপে। ওই অনন্য অভিজ্ঞতা ভাগ করে নিয়েই তিনি দেশবাসীকে লাক্ষাদ্বীপে ঘুরতে আসার আহ্বান জানিয়েছেন।