নেহরুকে টপকাতে পারবেন মোদী? কোন প্রধানমন্ত্রী কতদিন?
TV9 Bangla
জওহরলাল নেহেরু: স্বাধীনতার পর দেশের প্রথম প্রধানমন্ত্রী। ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মোট টানা তিন বার প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।
গুলজারিলাল নন্দা: তিনি দেশের প্রথম অ্যাক্টিং প্রাইম মিনিস্টার। ১৯৬৪ সালে ১৩ দিন এবং ১৯৬৬ সালে ১৪ দিনের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।
লাল বাহাদুর শাস্ত্রী: দেশের তৃতীয় প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৬৪ থেকে ১৯৬৬ সালের জানুয়ারি পর্যন্ত দেড় বছরের বেশি সময় সামলেছেন প্রধানমন্ত্রীর দায়িত্ব।
ইন্দিরা গান্ধী: দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত টানা দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৮০ সালে ফের প্রধানমন্ত্রীর পদে বসেন। তাঁর আমলেই পাকিস্তানকে পরাস্ত করে ভারত। গঠিত হয় স্বাধীন বাংলাদেশ। তাঁর জারি করা জরুরি অবস্থা নিয়ে এখনও হয় বিতর্ক।
মোরারজি দেশাই: ১৯৭৭ থেকে ১৯৭৯ পর্যন্ত দু’বছর প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন। সবথেকে বেশি বয়সে (৮১ বছর) প্রধানমন্ত্রী হন তিনি।
চৌধুরী চরণ সিং: ১৯৭৯ থেকে ১৯৮০ পর্যন্ত মাত্র ১৭০ দিন প্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি। কৃষকদের উন্নতি ছিল তাঁর প্রধান লক্ষ্য। তাঁর জন্মদিনেই দেশে পালিত হয় কিসান দিবস।
রাজীব গান্ধী: দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৮৪ সালে মাত্র মাত্র ৪০ বছর বয়সে প্রধানমন্ত্রী হন। তাঁর আমলে বিজ্ঞান এবং প্রযুক্তির নতুন পথচলা শুরু হয় ভারতে।
ভিপি সিং: বিশ্বনাথ প্রতাপ সিং ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী হন। ৩৪৩ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল তাঁকে।
চন্দ্র শেখর: ১৯৯০ সালের নভেম্বর থেকে ১৯৯১ সালের জুন পর্যন্ত ২২৩ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দেশে জোট সরকারের প্রথম প্রধানমন্ত্রী তিনি।
পিভি নরসিংহ রাও: ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত একবারই দেশের প্রধানমন্ত্রীর পদে বসেন। তাঁর আমলেই উদারীকরণের পথে হাঁটে ভারতের অর্থনীতি।
এইচ ডি দেবেগৌড়া: ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল, এক বছরের একটু কম সয়ম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁর আমলেই শুরু হয় দিল্লি মেট্রোর কাজ।
ইন্দ্র কুমার গুজরাল: ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ৩৩২ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ভারতের বিদেশনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।
অটল বিহারী বাজপেয়ী: ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। কিন্তু মাত্র ১৩ দিন গদিতে বসার সুযোগ হয়েছিল। এর পর ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত এনডিএ সরকারে প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তাঁর আমলেই কার্গিল যুদ্ধ জেতে ভারত। পরমাণু অস্ত্রের পরীক্ষাও হয় এই আমলেই।
মনমোহন সিং: ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা দু’বার প্রধানমন্ত্রী হয়েছিলেন মনমোহন সিং। তাঁর নেতৃত্বেই ইউপিএ সরকারের আমলে পাশ হয় আরটিআই এবং মনরেগা।
নরেন্দ্র মোদী: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হন তিনি। তার আগে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই টানা দু’বার প্রধানমন্ত্রী হয়েছেন। ২০২৪ সালে জিতলে নেহেরুর মতো তিনিও টানা তিন বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়বেন।