সেই গালভরা দাড়ি, সাদা টি-শার্ট! চেনা দায় আসল আর নকল রাহুল কে?

7 October 2023

রাহুল গান্ধী। ৫৩ বছরের জীবন জুড়ে রয়েছে রাজনীতি। ঠাকুমা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, বাবাও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, মা সনিয়া গান্ধী একসময়ে কংগ্রেস সুপ্রিমো ছিলেন।

রাহুল নিজেও কংগ্রেসের ভার সামলেছেন বেশ কয়েক বছর। রাজনীতিতে অভিজ্ঞতা কম না হলেও, কখনওই প্রধান বিরোধী মুখ হয়ে উঠতে পারেননি রাহুল, এমনটাই সমালোচকদের মত।

তবে ভারত জোড়ো যাত্রার সৌজন্যেই প্রচারের শিরোনামে উঠে এসেছিলেন রাহুল। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয় কংগ্রেসের সম্প্রীতি যাত্রা।

১৩৬ দিনে ১২ রাজ্য ও ২ কেন্দ্রশাসিত অঞ্চল পার করে জম্মু-কাশ্মীরে গিয়ে শেষ হয় ভারত জোড়ো যাত্রা। এই ভারত জোড়ো যাত্রাই রাহুলের রাজনীতির কেরিয়ারে বিশেষ মাইলেজ জুগিয়েছে।

এই ভারত জোড়ো যাত্রাতেই দেখা মিলেছিল ফয়জল চৌধুরির, যাকে দেখতে হুবহু রাহুল গান্ধীর মতোই। যাত্রায় রাহুলের ট্রেডমার্ক ছিল গালভর্তি চাপদাড়ি আর সাদা টি-শার্ট। ফয়জলকেও হুবহু একই লুকে দেখা যায়।

ভারত জোড়ো যাত্রায় যখন  জম্মু-কাশ্মীরে পৌঁছন রাহুল গান্ধী। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে আসেন ফয়জল চৌধুরি। সাদা টি-শার্ট ও চাপদাড়িতে রাহুলের পাশে দাঁড়িয়ে ফয়জলকে  জমজ ভাই বলেই মনে হচ্ছিল।  

ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে সবথেকে বেশি ছবি তোলা হয়েছে এই ফয়জলেরই। রাহুলের সঙ্গে দেখা করে ফয়জল বলেন, "লোকজন আমার সঙ্গে এসে ছবি তুলছেন। দারুণ লাগছে।"

ফয়জল বলেন,"সবাই আমার সঙ্গে ছবি তুলছেন কারণ সকলে রাহুল গান্ধীকে ভালবাসেন। রাহুল গান্ধীর মতো দেখতে হওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।"

কংগ্রেস কর্মী ফয়জল উত্তর প্রদেশের মিরাটের সঙ্গত গ্রামের বাসিন্দা। ভারত জোড়ো যাত্রায় ছবি ভাইরাল হওয়ার পরই এখন সোশ্যাল মিডিয়া স্টার তিনি।