ভারতের প্রশাসনিক প্রধান হন প্রধানমন্ত্রী। দেশ পরিচালনার সমস্ত দায়িত্ব ন্যস্ত থাকে তাঁর হাতে। সংবিধানের ৭৫ নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন দেশের রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান। মন্ত্রিসভার বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ক্ষমতা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী চাইলে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে ইস্ফতা দিতে বলতে পারেন। আবার রাষ্ট্রপতিকে বলে মন্ত্রিত্ব কেড়ে নেওয়ারও ক্ষমতা রয়েছে।
সংসদের অধিবেশন কবে, কখন বক্তৃতা দেবেন, তা স্থির করার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর পরামর্শ সংসদে বিশেষ অধিবেশন ডাকতে পারেন লোকসভার স্পিকার।
ক্ষমতাসীন সরকারের বিভিন্ন নীতি বা পদক্ষেপের ঘোষণা করার ক্ষমতা রয়েছে প্রধানমন্ত্রীর।
মন্ত্রিসভার সদস্যদের রদবদল করার ক্ষমতাও রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি চাইলে কোনও কেন্দ্রীয় মন্ত্রীর মন্ত্রক বদতে দিতে পারেন।
প্রধানমন্ত্রী হিসাবে সবথেকে বেশিদিন কুর্সিতে থেকেছেন জওহরলাল নেহেরু। একটানা ১৬ বছর ২৮৬ দিন প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
দেশের সবথেকে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হন রাজীব গান্ধী (৪০ বছর বয়সে)। মোরারজি দেশাই সবথেকে বেশি বয়সে (৮১ বছর) প্রধানমন্ত্রী হন।
দেশের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। মোট তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন। এর মধ্যে টানা দুবার প্রধানমন্ত্রী হয়েছেন।