15 March 2024

নির্বাচনী আচরণবিধি কী? কবে থেকে জারি হয়?

TV9 Bangla

ভোটের সঙ্গে যুক্ত Code of Conduct বা নির্বাচনী আদর্শ আচরণবিধি। রাজনীতিকরা হামেশাই এটা বলেন। আদতে নির্বাচনী আচরণবিধি কী জানেন?                   

নির্বাচনী আদর্শ আচরণ বিধি-র অর্থ হল, ভোটপর্বে ভোটের সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দল, প্রার্থী, রাজনীতিক থেকে শাসকদল ও সরকারকেও নির্দিষ্ট আচরণ বিধি মেনে চলতে হয়।                    

মূলত, নির্বাচন কমিশন যে মুহূর্তে ভোটের দিনক্ষণ ঘোষণা করে, সেই সময় থেকেই নির্বাচনী আদর্শ আচরণ বিধি কার্যকর হয় এবং ভোটের ফল প্রকাশের দিন পর্যন্ত জারি থাকে।                    

কোনও দল যাতে ভোটারদের কোনভাবে প্রভাবিত করতে না পারে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে গণ্ডগোল এড়াতেই জারি করা হয় নির্বাচনী আদর্শ আচরণ বিধি।                   

নির্বাচনী আচরণ বিধি জারি হলে ভোটের প্রচার থেকে ইস্তেহার প্রকাশ, ও শাসকদলকে কিছু নিয়ম মেনে চলতে হয়। সরকারও কোনও নতুন প্রকল্প ঘোষণা করতে পারবে না।                    

নির্বাচনী আদর্শ আচরণ বিধি জারি হলে ভোটের প্রচারেও জারি হয় বিধি-নিষেধ। পুলিশের অনুমতি ছাড়া সভা, মিছিল করা যাবে না।                    

নির্বাচনী আদর্শ আচরণ বিধি মোতাবেক, যে এলাকায় যেদিন ভোট হবে, তার ৪৮ ঘণ্টা আগে সেই এলাকায় কোনও দল কোনও প্রচার করতে পারবে না।                    

নির্বাচনী আচরণ বিধি জারি হলে কোনও দল বা প্রার্থীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ বা ব্যক্তিগত আক্রমণ করা যাবে না জাত, ধর্ম প্রচারে ব্যবহার করা যাবে না।