15 March 2024

নোটা কী ও ভোটের ফলের উপর এটা কতটা কার্যকরী জানেন?

TV9 Bangla

আজকাল অনেকেই নোটা (NOTA)-য় ভোট দেন। ইয়ং জেনারেশনের মধ্যে এই ট্রেন্ড বেশি দেখা যায়। কিন্তু, অনেকেই জানেন না আদতে নোটা কী?                  

NOTA-র সম্পূর্ণ অর্থ None-of-the-above অর্থাৎ তালিকায় যে প্রার্থীরা রয়েছেন, তাঁদের কাউকে পছন্দ নয়।                    

২০১৩ সালে নির্বাচন কমিশন ইভিএম-এ সংযুক্ত করে NOTA বোতাম। নোটা-র অর্থ, এককথায় আইনত ভোট বয়কট করা।                    

বর্তমানে অনেকেই বিভিন্ন দলের উপর ক্ষুব্ধ-বিরক্ত। ফলে ভোট দেওয়ার মতো পছন্দের প্রার্থী বা দল পান না। তাঁদের জন্যই নোটা এনেছে নির্বাচন কমিশন।                   

নোটা-য় ভোট দেওয়ার অর্থ হল, কোনও প্রার্থীই পছন্দ নয়। এর মাধ্যমে রাজনৈতিক দল বা প্রার্থী সম্পর্কে ভোটারদের মত প্রকাশ পায়।                    

ভোট দিতে না গেলেও ফলস ভোট পড়ে যেতে পারে। ভোটদান নাগরিকত্বের অধিকার। তাই প্রার্থী পছন্দ না হলেও নোটা-র মাধ্যমে নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন।                  

নোটা-য় ভোট দেওয়া গেলেও নির্বাচনের ফলাফলের উপর এটা কোনও প্রভাব ফেলে না। তাই নোটা-য় বেশি ভোট পড়লে এবং প্রার্থী ১টি ভোট পেলেও তিনি জয়ী হবেন।                    

নোটা-য় ভোটদানের অর্থ প্রার্থীদের অপছন্দ হওয়ার মত প্রকাশ এবং নাগরিকত্বের অধিকার প্রয়োগ। তাই প্রার্থীর ভোট ও নোটা-র ভোট সমান হলে প্রার্থীই বিজেতা হবেন।