শুরুটা হয়েছিল ধামাকা দিয়ে। 'জওয়ান' শাহরুখ খানের জন্য রাত জেগেছিল গোটা দেশ। সব রেকর্ড দিয়ে ভেঙে দিয়েছিল প্রথম দিনের আয়।
প্রথম দিনেই প্রায় ৭৫ কোটির ব্যবসা করেছিল এই ছবি। শুক্র ও শনিবার প্রথম দিনের থেকে আয় কিছুটা কমলেও রবিবার বদলে গেল সব হিসেব।
জানা গিয়েছে, শুধুমাত্র রবিবারই জওয়ানের আয় ৮১ কোটি টাকা। বলিউডের ইতিহাসে এক দিনে এটিই সর্বোচ্চ আয়।
এর মধ্যে ৭২ কোটি এসেছে হিন্দি থেকেই। তৃতীয় দিনেই ২০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার ঘটনা বলিউডের ইতিহাসে বিরল।
এখনও পর্যন্ত মোট কত কোটির ব্যবসা করেছেন 'জওয়ান'? শুনলে কিন্তু চমকে যেতেই পারেন আপনি। ভারতে ছবির ইতিহাসে যা কোনওদিন ঘটেনি তাই ঘটেছে এই ছবির মধ্যে দিয়ে।
মুক্তির পর চার দিনে ‘জওয়ান’ ঘরে তুলেছে ২৮৭ কোটি। ট্রেড অ্যানালিস্টরাও অবাক। এক সপ্তাহ পরে এই আয় যে কোথায় গিয়ে দাঁড়াবে সে হিসেব নিজেও মেলাতে পারছেন না তাঁরা
এই ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। এ ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, দীপিকা পাড়ুকোনসহ একগুছ তারকা।
এই ছবির পরিচালক অ্যাটলি কুমার। শুধুমাত্র ভারতেই নয়, বিদেশেও কিন্তু এই ছবি বেশ ভালই ব্যবসা করছে বিশ্ববাজারে। কোথায় গিয়ে দাঁড়ায় এই জওয়ান দৌড়? এখন সেটাই দেখার।