25 September, 2025
২৫-০৯-২৫ আজ কোন জাতকদের হবে অর্থলাভ?
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
ক্যালেন্ডার বলছে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫। এই দিনটি কয়েক জাতক-জাতিকাদের জন্য বিশেষ। আজ ২৫ সেপ্টেম্বর সংখ্যা জ্যোতিষে মুলাঙ্ক ৭।
২৫-০৯-২৫ কি বিশেষ?
আজ বৃহস্পতিবার। দেবী লক্ষ্মীর দিন। ফলে আজ মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের সুযোগ থাকছে অনেকের কাছে।
মা লক্ষ্মীর দিন
যাদের জন্ম মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখে, তাদের জন্য আজকের দিনটি বেশ লাভজনক। আজ নানা ক্ষেত্র থেকে অর্থ লাভের সুযোগ রয়েছে।
মুলাঙ্ক ১
যাদের জন্ম মাসের ২, ১১,২০ ও ২৯ তারিখে, তাদের জন্য আজকের দিনটি আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ। কেরিয়ারের নতুন পথ খুলবে আজ।
মুলাঙ্ক ২
যাদের জন্ম মাসের ৪, ১৩, ২২, ৩১ তারিখে তারা আজ কাজে সাফল্য পাবেন। প্রচুর অর্থলাভের সুযোগও আসবে।
মুলাঙ্ক ৪
যাদের মুলাঙ্ক ৫, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্মজীবী ব্যক্তিদের সময়টা ভাল কাটবে। সকলের সঙ্গে সমন্বয় বজায় থাকবে।
মুলাঙ্ক ৫
যাদের জন্ম মাসের ৮, ১৭, ২৬ তারিখে তাদের আজ স্টক মার্কেট থেকে প্রচুর আয়ের সম্ভবনা রয়েছে। পরিবারে শুভ অনুষ্ঠানের যোগ রয়েছে।
মুলাঙ্ক ৮
নিউমেরোলজি গণনা অনুসারে আজ উপরিল্লিখিত মূলাঙ্কের জাতকরা সৌভাগ্য লাভ করবেন।
নিউমেরোলজি গণনা কী বলছে?
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
বিশেষ দ্রষ্টব্য
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
নবরাত্রিতে এই ৯ স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে সোনালী সময় শুরু হতে চলেছে!
নবরাত্রির উপোসে মানুন এই টোটকা, মিলবে দেবী দুর্গার আশীর্বাদ
আরও ওয়েব স্টোরি