৪০ বছর হলেই মহিলাদের এই সব স্বাস্থ্য পরীক্ষা আবশ্যক
TV9 Bangla
অফিস, সংসারের কাজ, সন্তান মানুষ। এ সবকিছু ঝক্কি সামলাতে গিয়ে নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেন না অধিকাংশ মহিলা। কিন্তু শারীরবৃত্তীয় কারণে মহিলারা বিভিন্ন সমস্যায় ভোগেন।
বিশেষত একটি নির্দিষ্ট বয়সের পর থেকে মহিলাদের শরীরে বিভিন্ন অসুবিধা তৈরি হতে থাকে। প্রাথমিক অবস্থাতেই এই সব সমস্যা চিহ্নিত করা গেলে ঝক্কি অনেক কমে যায়।
মহিলাদের বয়স ৪০ পেরোলেই সাবধান হয়ে যাওয়া উচিত। নিজের স্বাস্থ্যের বিষয়ে নজর দেওয়া উচিত এবং সেই সঙ্গে কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো একান্ত প্রয়োজনীয়।
মহিলাদের জননতন্ত্র একটি জটিল বিষয়। অনেক মহিলাই বয়স হলে জরায়ু বা গর্ভাশয়ের রোগে আক্রান্ত হন। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে গাইনোলজিক্যাল পরীক্ষা করাতে পারেন।
মহিলাদের বয়স বাড়লে স্তন ক্যানসারের ঝুঁকি থেকে যায়। স্তন ক্যানসার সংক্রান্ত পরীক্ষা করাতে পারেন। ম্যামোগ্রাম এবং আলট্রাসাউন্ড করাতে পারেন।
বয়স বাড়লেই মহিলাদের হাড়ের সমস্যা শুরু হয়। মেনোপজের সময় তা আরও গুরুত্র হতে পারে। তাই ৪০ পেরোলেই হাড়ের স্বাস্থ্যে নজর দেওয়া উচিত মহিলাদের।
বর্তমান সময়ে হার্টের সমস্যা কম বয়স থেকেই দেখা যায়। বর্তমান জীবনযাপন এর বড় কারণ। মহিলাদেরও হার্টের পরীক্ষা করানো দরকার।
ডায়াবেটিসও ভারতীয়দের মধ্যে অন্য এক বড় সমস্যা। রক্তে শর্করার মাত্রা, কোলেস্টেরলের মাপার মতো পরীক্ষাও করা উচিত মহিলাদের।