e পুজোয় গ্লাস স্কিন চান? মাত্র কয়েকটি ধাপ মানলেই হবে ইচ্ছেপূরণ – TV9Bangla

24 September, 2025

পুজোয় গ্লাস স্কিন চান? মাত্র কয়েকটি ধাপ মানলেই হবে ইচ্ছেপূরণ

Image Credits: Pinterest, Canva  

TV9 Bangla Desk

মধু প্রাকৃতিক ক্লিনজারের কাজ করে। এটি ব্যবহার করলে ত্বকের ময়লা ভেতর থেকে বেরোয় ও আর্দ্রতা বজায় রাখে।

মধু দিয়ে ক্লিনজিং

অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি ব্যবহারের ফলে ত্বকে হাইড্রেশন বজায় থাকে। এবং ব্রণর দাগ হালকা করে।

অ্যালোভেরা জেল

চালের গুঁড়ো মৃত কোষ দূর করতে সাহায্য় করে। সেইসঙ্গে ত্বক মসৃণ এবং উজ্জ্বল করে তোলে। এটি সঠিকভাবে ব্যবগার জরুরি।

চালের গুঁড়ো স্ক্রাব

শসা ত্বকে ঠাণ্ডা অনুভতি  দেয়। এবং ডার্ক স্পট কমাতে খুবইসাহায্য করে। তাই পুজোর আগে শসার প্যাক লাগালে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে।

শসা

দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। যা ত্বক উজ্জ্বল করে। আর মধু আর্দ্রতা যোগাতে সাহায্য করে।

দই ও মধু মাস্ক

গোলাপ জল দিয়ে ত্বক টোন করতে হবে। সেইসঙ্গে গোলপ জল হালকা করে লাগাতে হবে। তাতে ত্বক সতেজ থাকবে।

গোলাপ জল টোনার

লেবু ট্যান কমাতে পারে। সেইসঙ্গে অ্যালোভেরা ত্বককে জ্বালাভাব থেকে রক্ষা করে। তাই রোজ রাতে দুটির মিশ্রণ লাগালে ভাল ফল পাবেন।

লেবু ও অ্যালোভেরা মিশ্রণ

পেঁপের এনজাইম ডার্ক স্পট হালকা করতে পারে। পাশাপাশি পেঁপে খেলে ও পেঁপে মাখলে ট্যান হালকা করে গ্লো বাড়ায়।

পেঁপে ম্যাজিক

নারকেল জল ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা আনতে সাহায্য করে। পাশাপাশি নারকেল জল যে কারও ত্বকের ব্রণ কমাতে সাহায্য

নারকেল জল