23 September, 2025
মাত্র এক সপ্তাহে এই কায়দায় দূর করুন কনুইয়ের কালো দাগ
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
লেবুর মধ্য রয়েছে ভিটামিন সি। যা কনুইয়ের কালো দাগ হালকা করে। প্রতিদিন কয়েক মিনিট লেবুর রস ঘষে কুনুইতে লাগান।
লেবুর রসের ম্যাজিক
বেসন ও দুধ একসঙ্গে দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটি কনুইয়ে লাগান। এটি প্রাকৃতিক স্ক্রাব ও টোনার হিসেবে কাজ করে।
বেসন-দুধ প্যাক
অ্যালোভেরা জেল চুল এবং ত্বকে নানা ভাবে ব্যবহৃত হয়। এটি ত্বক ঠান্ডা রাখে, দাগ কমায় এবং ত্বক আর্দ্র করে।
শক্তি জোগায়
রাতে ঘুমনোর আগে ভাল করে দুই হাতের কুনুইয়ে নারকেল তেল মালিশ করতে পারেন। তা হলে একদিকে শুষ্কতা কমবে, পাশাপাশি কালচে ভাব দূর হবে।
নারকেল তেল মালিশ
চিনি ও লেবুর মিশ্রণ দিয়ে সপ্তাহে ২–৩ বার কুনুইয়ে স্ক্রাব করতে পারেন। এর ফলে মরা কোষ ঝরে গিয়ে কনুই উজ্জ্বল হবে।
চিনি-লেবুর স্ক্রাব
হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ এবং দইয়ের ল্যাকটিক অ্যাসিড মিলে যে কোনও কালচে দাগ দ্রুত হালকা করে। তাই এটির মিশ্রণ বানিয়ে কুনুইয়ে লাগাতে পারেন।
হলুদ-দই প্যাক
আলুর রস প্রাকৃতিক ব্লিচের মতো কাজ করে। তাই প্রতিদিন কুনুইয়ে ৫-১০ মিনিট আলুর রস লাগিয়ে রাখলে কালচে দাগ কমে যাবে।
আলুর রস
মধু কনুইয়ের শুষ্কতা দূর করতে সাহায্য করবে এবং ত্বককে নরম রাখবে। তাই কুনুইয়ে যদি মধু লাগানো হয়, তা হলে কালচে দাগ দ্রুত হালকা হয়।
মধুর ময়েশ্চারাইজিং পাওয়ার
ওটস গুঁড়ো করতে হবে। তাতে দুধ মিশিয়ে একটি স্ক্রাব বানাতে হবে। সেটি দিয়ে কুনুইয়ে ঘষলে রুক্ষ কনুই নরম হয় ও কালোভাব কমে।
ওটস-দুধ স্ক্রাব
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
নবরাত্রিতে এই ৯ স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে সোনালী সময় শুরু হতে চলেছে!
নবরাত্রির উপোসে মানুন এই টোটকা, মিলবে দেবী দুর্গার আশীর্বাদ
আরও ওয়েব স্টোরি