25 September, 2025
এ বছর চতুর্থী দু'দিন, কোন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন?
Image Credits: Pinterest
TV9 Bangla Desk
চলতি বছরে চতুর্থী তিথি পড়েছে দুটো দিন। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটো দিন এ বছর থাকছে চতুর্থী তিথি।
চতুর্থী তিথি
জ্যোতিষশাস্ত্র মতে, চতুর্থীর তিথি বৃদ্ধি অত্যন্ত শুভ। যার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টা ভাল কাটবে।
জ্যোতিষশাস্ত্র কী বলছে?
এ বছর চতুর্থী তিথি ২৫ এবং ২৬ সেপ্টেম্বর। ২৫ তারিখ সকাল ৭.০৬ মিনিটে চতুর্থী তিথি শুরু। যা শেষ হচ্ছে ২৬ তারিখ সকাল ৯.৩৩ মিনিটে।
চতুর্থী তিথি কখন শুরু, কখন শেষ?
এই সময়টায় মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকটি ভাল কাটবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। নতুন কাজের সুযোগের পাশাপাশি পদোন্নতির সম্ভবনাও থাকছে।
মেষ রাশি
এই সময়টা মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ। যারা চাকরি খুঁজছেন, উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাদের সময়টা ভাল কাটবে।
মিথুন রাশি
এই সময়টায় কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা ভাল হবে। বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা বেশ শুভ।
কর্কট রাশি
এই সময় সিংহ রাশির জাতক-জাতিকারা পরিশ্রমের ফল পাবেন। আর্থিক অবস্থা ভাল হওয়ার সম্ভবনা রয়েছে।
সিংহ রাশি
দেবীর আগমন গজে। যার ফল - শস্যপূর্ণা বসুন্ধরা। দেবীর দোলায় গমন। যার ফল – মড়ক।
এ বছর উমার আগমন ও গমন কীসে?
এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
বিশেষ দ্রষ্টব্য
২৫-০৯-২৫ আজ কোন জাতকদের হবে অর্থলাভ?
নবরাত্রিতে এই ৯ স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে সোনালী সময় শুরু হতে চলেছে!
নবরাত্রির উপোসে মানুন এই টোটকা, মিলবে দেবী দুর্গার আশীর্বাদ
আরও ওয়েব স্টোরি