23 September, 2025

ত্বকের যত্ন মিলবে তেলে, কোন সময় মাখলে বেশি উপকার পাবেন?

Image Credits: Pinterest, Canva 

TV9 Bangla Desk

ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে, শুষ্কতা দূর করে। দিনে অল্প পরিমাণে ব্যবহার করলে ত্বরেপ ফাটল বা রুক্ষতা কমে।

নারকেল তেল – প্রাকৃতিক ময়েশ্চারাইজার

এই তেল ডার্ক সার্কেল গায়েব করতে, অন্য দাগছোপ কমাতে কার্যকরী। ত্বক উজ্জ্বল ও কোমল করে।

বাদাম তেল – ভিটামিন ই-এর ভাণ্ডার

প্রাকৃতিক তেলের মতোই এটি কাজ করে। এই তেল সহজে শোষিত হয়। দিনে ব্যবহারের জন্য উপযুক্ত।

জোজোবা তেল – নন-স্টিকি ও হালকা

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই তেল ব্যবহার করলে বার্ধক্যের ছাপ কমবে। পাশাপাশি ত্বক সূর্যের ক্ষতি থেকেও রক্ষা পাবে।

আর্গান তেল – উজ্জ্বল ত্বকের জন্য

শুধু রান্নাতেই নয়, অলিভ অয়েল ত্বককে গভীরভাবে পুষ্টি দেয়। ড্রাই স্কিনে দিনে বেশ কয়েক ড্রপ ব্যবহার করা যায়।

অলিভ অয়েল – হাইড্রেশন ও গ্লো

এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। যা ব্রণ ও র‍্যাশ কমাতে সাহায্য করে। দিনের বেলা স্পট ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যায়।

টি ট্রি অয়েল – ব্রণ প্রতিরোধে কার্যকরী

এই গ্রেপসিড অয়েল তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত। এটি ব্যবহার করলে ত্বকের ছিদ্র বন্ধ হয় না। বরং আর্দ্রতা দেয়।

গ্রেপসিড অয়েল – লাইটওয়েট তেল

রোজহিপ অয়েল ত্বকের টেক্সচার মসৃণ করে। সেইসঙ্গে বয়সের ছাপ কমায়। দিনে হালকা সিরামের মতো ব্যবহার করা যায়।

রোজহিপ অয়েল – দাগ ও ফাইন লাইন কমায়

ফ্যাটি অ্যাসিডে ভরপুর অ্যাভোকাডো তেল। যা ত্বককে নরম ও হাইড্রেটেড রাখে। শীতকালে দিনের বেলা এটি উপকারী।

অ্যাভোকাডো তেল – শুষ্ক ত্বকের সেরা সঙ্গী