24 September, 2025

হেয়ার স্পা নাকি হেয়ার মাস্ক কোনটা বেশি ভাল?

Image Credits: Pinterest, Canva 

TV9 Bangla Desk

হেয়ার স্পা মূলত স্যালোঁতে করা হয়। যা চুলের ভেতর পর্যন্ত পুষ্টি জোগায়। তাই এটি করলে চুল ভাল থাকে।

গভীর পরিচর্যা

হেয়ার মাস্ক ঘরে বসেই ব্যবহার করা যায়। এর জন্য পার্লারে বা স্যালোঁতে যাওয়ার প্রয়োজন নেই। এবং এটি করার পদ্ধতি তুলনামূলকভাবে সহজ।

সহজ ব্যবহার

হেয়ার মাস্ক সপ্তাহে একবার করলেই চুল মসৃণ ও উজ্জ্বল থাকে। এটি প্রতিদিন করার প্রয়োজন পড়ে না।

নিয়মিত যত্নে মাস্ক

স্পা শুষ্ক ও ড্যামেজ হওয়া চুলে গভীর আর্দ্রতা ফিরিয়ে এনে দেয়। সময় সাপেক্ষ হলেও এটি শুষ্ক চুলে কার্যত প্রাণ ফেরায়।

শুষ্ক চুলে উপকার

হেয়ার স্পা স্ক্যাল্পে কাজ করে। পাশাপাশি চুলের গোড়া শক্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায়।

চুলের গোড়া মজবুত করে

হেয়ার স্পা অনেকটাই সময়সাপেক্ষ। পাশাপাশি হেয়ার স্পা এর খরচ বেশি। অন্যদিকে হেয়ার মাস্ক তুলনামূলক ভাবে সাশ্রয়ী।

সময় ও খরচের পার্থক্য

হেয়ার স্পা করলে চুল ভাঙা কমে। সেইসঙ্গে রুক্ষ ভাব কমে এবং স্প্লিট এন্ডস কমে যায়। ফলে নষ্ট হওয়া চুলে স্পা কার্যকরী।

ড্যামেজ কন্ট্রোল

চুলের যত্নে যে হেয়ার মাস্ক ব্যবহার করবেন, তাতে ডিম, দই, অ্যালোভেরা ইত্যাদি ব্যবহার করলে প্রোটিনের ঘাটতি পূরণ হয়।

প্রোটিনের জোগান

চুল যদি খুব ড্যামেজ হয়ে যায়, তা হলে স্পা করানো ভাল। আর যদি প্রতিদিনের যত্নের কথা মাথায় রাখতে চান, তা হলে হেয়ার মাস্কই যথেষ্ট।

ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী