25 September, 2025

আলতা পরলেই ঘেঁটে যায়? এই টিপস মানলেই থাকবে টিপটপ

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

আলতারাঙা পা দেখতে লাগে দারুণ। সাজসজ্জার অঙ্গ হিসেবে আলতা পরার চল সেই কবে থেকে চালু রয়েছে।

আলতা পরার চল

পুজোয় সময় বিবাহিত মহিলারা বা এয়োস্ত্রীরা অনেকেই আলতা পরে থাকেন। শাড়ির সঙ্গে পায়ে আলতা, দেখলে চোখ জুড়োয়।

দুর্গাপুজোর সময় আলতা পরা

লাল রং পায়ে পরার সময় একটু অসাবধান হলেই সবটা ঘেঁটে যেতে পারে। তাই কয়েকটা টিপস মাথায় রাখতে হবে।

আলতা পরার সময় সাবধানতা

আলতা পরার পর পায়ে কিছুটা তেল লাগিয়ে নিতে পারেন। তাতে আলতার রং ঘেঁটে যাবে না।  

আলতার রং দীর্ঘ সময় ধরে রাখতে কী করবেন?

আলতা পরার পর সঙ্গে সঙ্গে পা ধুয়ে ফেলা চলবে না। তা হলে আলতার রং হালকা হয়ে যাবে।

 সঙ্গে সঙ্গে পা ধোওয়া চলবে না

বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে, আলতা পরার সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে দাম্পত্য জীবনে অমঙ্গল হয়।

আলতার সঙ্গে বাস্তুমতের যোগ

আলতা পরার পর একটা কাপড় উষ্ণ জলে ভেজাতে হবে। তারপর অতিরিক্ত অংশটি ঘষতে হবে। দাগ মুছে যাবে।

আলতা পরতে গিয়ে অল্প বাইরে বেরিয়ে গেলে কী করবেন?

যদি কেউ আলতা পরার সুযোগ না পান, আর পা লাল রংয়ে রাঙাতে চান, তা হলে গাঢ় লাল রঙের মেহেন্দি পায়ে লাগাতে পারেন।  

আলতার বিকল্প কী হতে পারে? 

অনেকের বিশ্বাস আলতা পরার মাঝপথে তা ছেড়ে উঠতে নেই। তাতে অমঙ্গল হয়। তাই একবারে পুরোটা আলতা পরে উঠতে হয়।

আলতা পরার মাঝপথে উঠতে নেই