23 October, 2025 

আর নয় অস্বস্তি! কুচকুচে কালো কনুইয়ের দাগ ভ্যানিশ করার সেরা উপায় জানুন

Image Credits: Pinterest, Canva 

TV9 Bangla Desk

লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান ভিটামিন সি ও চিনিতে এক্সফোলিয়েটিং গুণ থাকে। অর্ধেক লেবুর টুকরোর উপর সামান্য চিনি রেখে কনুইয়ে ১০-১৫ মিনিট ঘষুন। মৃত কোষ দূর করে, দাগ হালকা করে।

লেবু ও চিনি স্ক্রাব

নারকেল তেল (ভিটামিন ই সমৃদ্ধ) শুষ্কতা দূর করে ত্বককে আর্দ্র রাখে। ১ চা চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে কনুইয়ে ম্যাসাজ করুন এবং ১৫-২০ মিনিট রেখে দিন।

নারকেল তেল ও লেবুর রস

বেকিং সোডা মৃদু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। দুধ ত্বকের আর্দ্রতা বজায় রাখে। ১ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে কনুইয়ে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

বেকিং সোডা ও দুধের প্যাক

দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের রং হালকা করতে সাহায্য করে। ১ চামচ টক দই ও ১ চামচ বেসন মিশিয়ে কনুইয়ে লাগান এবং শুকিয়ে গেলে ঘষে তুলে ফেলুন।

দই ও বেসনের প্যাক

অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে। প্রতিদিন রাতে অ্যালোভেরা জেল লাগিয়ে ২০ মিনিট রাখুন বা সারারাত রেখে দিন।

অ্যালোভেরা জেল

আলুতে থাকা ক্যাটালেজ এনজাইম ত্বকের কালো ভাব হালকা করতে পরিচিত। প্রতিদিন কাঁচা আলুর রস কনুইয়ে ১০-১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন।

আলুর রস

হলুদে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ এবং মধু ও দুধের ময়েশ্চারাইজিং ক্ষমতা কালচে দাগ দূর করতে কার্যকরী। ১ চামচ হলুদ, ১ চামচ মধু ও ২ চামচ দুধের মিশ্রণ লাগিয়ে রাখুন।

হলুদ, মধু ও দুধের মিশ্রণ

অলিভ অয়েল ত্বকে পুষ্টি জোগায়। চিনি ও অলিভ অয়েল মিশিয়ে নিয়মিত স্ক্রাব করলে রুক্ষতা ও কালো দাগ কমে।

অলিভ অয়েল ও চিনি স্ক্রাব

অ্যাপেল সিডার ভিনেগারে অ্যাসিডিক উপাদান থাকে যা মৃত কোষ দূর করে। সমান পরিমাণে ভিনেগার ও জল মিশিয়ে তুলোর সাহায্যে কনুইয়ে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

অ্যাপেল সিডার ভিনেগার ও জল