18 October, 2025
হেঁশেলে থাকা উপাদান এভাবে ব্যবহার করলেই ঠিকরে বেরবে ত্বকের জেল্লা
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
ত্বকে কালচে ছোপ পড়েছে? পার্লারে বা চর্ম বিশেষজ্ঞর কাছে গিয়ে ট্রিটমেন্ট করাতে গেলে অনেক খরচের বিষয়।
ত্বকের দাগছোপ নিয়ে চিন্তায়?
বেশি টাকা খরচ করতে না চাইলে রান্নাঘরে ঢুঁ মারতে পারেন। আরও ভাল করে বললে রান্নাঘরে লুকিয়ে রয়েছে সৌন্দর্যের গোপন রহস্য।
সহজ সমাধান কী?
রান্নাঘরে এমন অনেক উপাদান রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ও ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দেয়।
হেঁশেলে সমাধান
দুধ প্রত্যেক ব্যক্তির ত্বকের উপর দারুণ প্রভাব ফেলে। দৈনন্দিন জীবনে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন দুধ। যা দাগ দূর করতেও সাহায্য করে।
ত্বকের যত্নে দুধ
অনেক খাবারে দই ব্যবহার করা হয়। যার মধ্যে এক চিমটি হলুদ মিশিয়ে দিলে তা আরও বেশি কার্যকরী হয়। ত্বকের যত্নে আশ্চর্যজনক ফল দেয়।
অসাধারণ কাজ করে দই
প্রাচীনকাল থেকেই ত্বকের যত্নে বেসন ব্যবহার করা হয়ে আসছে। যা স্ক্রাব হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে। এবং ত্বক গভীর ভাবে পরিষ্কার করে।
ত্বক পরিষ্কারে কাজে লাগে বেসন
খসখসে ত্বক হলে অনেক সময় দুধে জায়ফল দিয়ে লাগাতে পারেন। ৮-১০ মিনিট লাগিয়ে রাখতে হবে। তাতে কয়েকদিনের মধ্যে ভাল ফল পাওয়া যাবে।
ত্বকের যত্নে জায়ফল
প্রতিদিনের খাদ্যতালিকায় একটি আমলকি যোগ করলে ভাল ফল মেলে। ত্বককে আমলকি ভেতর থেকে সুস্থ রাখে, উজ্জ্বলও করে। সঙ্গে চুল পড়া কমায়।
আমলকি ত্বক সুস্থ রাখে
আলু এমন এক উপাদান, যা ত্বকে ইন্সট্যান্ট গ্লো দেয়। টম্যাটোর রসের সঙ্গে আলুর রস মিশিয়ে তা মাখলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
আলু ইন্সট্যান্ট গ্লো দেয়
ধনতেরাসের দিন ঘি নাকি তেল কীসের প্রদীপ জ্বালানো শুভ?
ধনতেরাসের দিন এইসকল কাজ করলেই হবে ধনবর্ষা!
ভাইফোঁটা স্পেশাল: এই গিফ্ট দিয়ে ভাইয়ের মুখে হাসি ফোটান
আরও ওয়েব স্টোরি