17 October, 2025
ধনতেরাসের দিন এইসকল কাজ করলেই হবে ধনবর্ষা!
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
জ্যোতিষশাস্ত্র বলছে, ধনতেরাসের দিন বেশ কয়েকটি কাজ করলে শুভ ফল মেলে। বছরভর অর্থকষ্ট হয় না। হাতে টাকা টেকে।
ধনতেরাসের দিন মানার জন্য টোটকা
এই বছর ১৮ অক্টোবর, শুক্রবার পড়েছে ধনতেরাস। জেনে নিন কোন কোন কাজ এমন দিনে করা ভাল। এদিন সোনার গয়না কেনা শুভ, সকলেই জানেন।
কবে এ বছর ধনতেরাস?
ধনতেরাসের রাতে মা লক্ষ্মীর পুজো করা উচিত। সেই সময় দেবীর সামনে ঘি-এর প্রদীপ জ্বালানো শুভ।
মা লক্ষ্মীর পুজো
ধনতেরাসের দিন লক্ষ্মীপুজো করার সময় একখানা পাত্রে ধনের বীজ নিয়ে ঠাকুরের সামনে রাখতে হবে।
ধনে বীজ নিবেদন
এরপর ভাইফোঁটার আগের দিন সেখান থেকে ধনে বীজ নিয়ে টবে বা বাগানের মাটিতে পুঁতে দিতে পারেন। ধনে গাছ যত বাড়বে, যিনি গাছ পুঁতেছেন তাঁর উন্নতিও হবে।
ধনে দিয়ে প্রতিকার
ধনতেরাসের দিন সকালবেলা ঘরের মূল দরজার দুই পাশে সিঁদুর ও হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। অনেকের বিশ্বাস, এতে লক্ষ্মী দেবী প্রসন্ন হন।
স্বস্তিক চিহ্ন আঁকা
ধনতেরাসের দিন ঘরবাড়ি পরিষ্কার রাখা জরুরি। তা হলে মা লক্ষ্মী সেই বাড়ির দিকে আকৃষ্ট হন।
বাড়িঘর পরিষ্কার
ধনতেরাসের দিন অহেতুক কোনও বিবাদ বিতর্কে জড়াবেন না। কারও সঙ্গে অযথা তর্কও করা এ দিন ভাল নয়।
অযথা তর্ক নয়
এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
ধনতেরাসের দিন ঘি নাকি তেল কীসের প্রদীপ জ্বালানো শুভ?
ধনতেরাসের দিন ঘি নাকি তেল কীসের প্রদীপ জ্বালানো শুভ?
ভাইফোঁটা স্পেশাল: এই গিফ্ট দিয়ে ভাইয়ের মুখে হাসি ফোটান
আরও ওয়েব স্টোরি