18 October, 2025
ভাইফোঁটা স্পেশাল: এই গিফ্ট দিয়ে ভাইয়ের মুখে হাসি ফোটান
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
ভাইফোঁটা মানেই ছোট ভাই-বোনের সম্পর্কের মিষ্টি স্মৃতি। তাই উপহারটা হোক ব্যক্তিগত, ব্যবহার করার মতো বা অনুভূতিতে আরও ভাল করে তোলা।
ভাইফোঁটা
এ বছর ২৩ অক্টোবর পড়েছে ভাইফোঁটা। এমন দিনে ভাইকে দেওয়ার মতো কিছু গিফ্ট আইডিয়া জেনে নিন।
কবে এ বছর ভাইফোঁটা?
ওয়ার্ডিং/ইনিশিয়াল খোদাই থাকলে প্রতিদিন ব্যবহারের সময় দিদির কথা ভাইয়ের মনে পড়বে। এটি বেশ স্মরণীয় ও আকর্ষণীয়ও।
পার্সোনালাইজড ওয়ালেট বা কার্ড হোল্ডার
ভাই যদি কফি/চা পছন্দ করে, ছবিসহ বা মেসেজসহ মগ একটি সেরা উপহার হতে পারে। অফিস হোক বা বাড়ি সব জায়গায় কাজে লাগবে।
কাস্টমাইজড কফি মগ
সময়ের পাশাপাশি স্টাইলও বাড়ে। স্মার্টব্যান্ড হলে ফিটনেসও ট্র্যাক হবে। আজকাল তা ট্রেন্ডেও।
স্টাইলিশ ওয়াচ বা স্মার্টব্যান্ড (বাজেট বুঝে)
ভাই বই পড়তে ভালবাসলে, তার প্রিয় থ্রিলার/সেলফ-হেল্প/বিজনেস বই দিতে পারেন। এতে বোধ বাড়বে ও স্মৃতিতেও থাকবে।
বই (ভাইয়ের পছন্দ অনুযায়ী)
সুগন্ধি বা স্কিন/হেয়ার কেয়ার কিট দেওয়া যেতে পারে। পরিচর্চার জিনিসপত্র সবসময় কাজে লাগে এবং এক বিশেষ অনুভূতি দেয়।
পারফিউম বা গ্রুমিং কিট
ভাই মিউজিক লাভার হলে ছোট্ট পার্টি বা আউটডোরেও এটি খুব কাজে লাগবে। মোবাইলে কানেক্ট করা গেলে তাতে দারুণ মজা হয়।
পোর্টেবল ব্লুটুথ স্পিকার বা হেডফোন
নিজেদের পুরনো ছবি, টিকিট, ছোট নোট এইসকল আবেগী ভাই-বোন সম্পর্কের জন্য সেরা। এ ছাড়াও দিতে পারেন, হাতে লেখা চিঠি।
হাতের লেখা চিঠি সহ স্মৃতি বাক্স
ধনতেরাসের দিন ঘি নাকি তেল কীসের প্রদীপ জ্বালানো শুভ?
মুখে এইভাবে মাখুন মধু, ত্বক হবে উজ্জ্বল-চকচকে
সকলের জন্য নয় চিয়া সিড, জানেন কাদের জন্য এটি ‘বিষ’ এর সমান?
আরও ওয়েব স্টোরি