10 October, 2025 

মুখে এইভাবে মাখুন মধু, ত্বক হবে উজ্জ্বল-চকচকে

Image Credits: Pinterest

TV9 Bangla Desk

মধু ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখে। শুকনো ত্বকে সরাসরি মধু মেখে ১৫ মিনিট রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেললে ত্বক হবে কোমল ও হাইড্রেটেড।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার

এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রণ সৃষ্টিকারী জীবাণু দূর করে। মধুর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন।

ব্রণর সমস্যায় কার্যকর

মধুতে থাকা এনজাইম ও অ্যান্টিঅক্সিডেন্ট দাগ-ছোপ কমাতে সাহায্য করে। সপ্তাহে তিনদিন মধু ও দই মিশিয়ে লাগালে মুখের দাগ হালকা হয়।

ত্বকের দাগ হালকা করে

নিয়মিত মধু ব্যবহার ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে। মধু, অ্যালোভেরা জেল ও গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক হিসেবে লাগান।

উজ্জ্বলতা বাড়ায়

মধু ত্বকের মৃত কোষ তুলে দেয়। চিনি ও মধু মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করলে ত্বক হবে মসৃণ।

এক্সফোলিয়েশনে সাহায্য করে

মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাব কিছুটা কমাতে সাহায্য করে। রোদে বেরনোর আগে মধু ও টক দই মিশিয়ে লাগান, তারপর ধুয়ে ফেলুন।

সূর্যের হাত থেকে রক্ষা

শুষ্ক ঠোঁটে মধু লাগালে ফাটা ঠোঁট দ্রুত সারবে। রাতে ঘুমের আগে সামান্য মধু লাগালে সকালে ঠোঁট হবে নরম ও গোলাপি।

ঠোঁট নরম রাখতে সাহায্য করে

ত্বকের লালচে ভাব বা চুলকানি কমাতে মধু দারুণ কার্যকর। অল্প মধু ও হলুদ গুঁড়ো মিশিয়ে লাগালে জ্বালা প্রশমিত হয়।

ইনফ্লামেশন বা জ্বালা কমায় 

 মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ফ্রি র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে, ফলে বয়সের ছাপ দেরিতে পড়ে। মধু ও কলা একসঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন।

বয়সের ছাপ কমায়