07 October, 2025 

ঋণে জর্জরিতদের ফিরবে সুদিন, দীপাবলিতে যদি করেন এই কাজ

Image Credits: Pinterest 

TV9 Bangla Desk

অনেক মানুষ অর্থকষ্টের জেরে ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েন। তাদের মধ্যে অনেকে ঋণ থেকে মুক্তি পেতে চান।

ঋণ থেকে মুক্তি

ঋণে জর্জরিতদের অনেকে ব্যবসায় উন্নতির মুখ দেখতে চান। যার ফলে তারা নানা সমাধান খোঁজার চেষ্টাও করেন।

ব্যবসায় উন্নতির মুখ দেখার ইচ্ছে

দীপাবলির রাতে বেশ কিছু ব্যবস্থা যদি ঋণে জর্জরিতরা অনুসরণ করেন, তা হলে ঋণ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়। পাশাপাশি ব্যবসার সম্প্রসারণও হয়।

সমাধানগুলো কী কী?

পণ্ডিত প্রদীপ মিশ্র পরামর্শ দিয়েছেন, দীপাবলির রাতে ১১.৩০ থেকে ১২.৩০ এর মধ্যে তিনটি ঘি এর প্রদীপ জ্বালাতে হবে।

বিশেষজ্ঞ পরামর্শ

তিনটি প্রদীপ অশ্বত্থ, আমলা অথবা বেল গাছের নীচে রাখতে হবে। একখানা গণেশ, অপর দুটি লক্ষ্মী ও সরস্বতীর নামে জ্বালাতে হবে।

গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর জন্য প্রদীপ 

একখানা গোলাকার বাতিযুক্ত প্রদীপ ও দু'টি লম্বা বাতিযুক্ত প্রদীপ জ্বালাতে হবে।

প্রদীপ জ্বালানোর সময় কী মাথায় রাখবেন?

ঘি ভর্তি প্রদীপে পদ্মের বীজ রাখতে হবে। দেবী লক্ষ্মী, নিজের পূর্বপুরুষ ও কুবেরকে স্মরণ করে গাছের নীচে প্রদীপগুলি রাখতে হবে।

প্রদীপ জ্বালানোর সময় স্মরণ করতে হবে

গাছের নীচে প্রদীপগুলি রাখার পর বাড়ি ফিরে যেতে হবে। এরপর মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা জানাতে হবে। মা লক্ষ্মীর ছবি দেওয়া রুপোর কয়েন আলমারিতে যদি রাখতে পারেন, তা হলে টাকার অভাব জীবনে হবে না।

ধন-সম্পদের অভাব কাটবে

এই প্রতিকার অনুসরণ করতে পারলে এক বছরের মধ্যে ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে। যে কোনও ঋণ শোধ হয়ে যাবে। প্রচুর লাভ হবে।

ব্যবসায় উন্নতির পথ খুলবে

এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।

বিশেষ দ্রষ্টব্য