17 October, 2025
ধনতেরাসের দিন ঘি নাকি তেল কীসের প্রদীপ জ্বালানো শুভ?
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
এ বছর শনিবার, ১৮ অক্টোবর ধনতেরাস। আর এই দিন থেকে পাঁচ দিনব্যপী দীপাবলির উৎসব শুরু হয়ে যায়।
ধনতেরাস
ধনতেরাসের দিন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী, ধনদেবতা কুবের এবং স্বাস্থ্যের দেবতা ধন্বন্তরির পুজো করার চল রয়েছে।
পুজো
শাস্ত্র মতে ধনতেরাসের দিন প্রদীপ জ্বালানো হলে শুভ ফল মেলে। এ বার প্রশ্ন হল ঘি নাকি তেল কীসের প্রদীপ জ্বালানো বেশি ভাল?
প্রদীপ জ্বালানো
হিন্দুধর্মে ঘি এর প্রদীপের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই দিন ভক্তিভরে অনেকেই ঘি এর প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুরের কাছে রাখেন।
ঘি এর প্রদীপ
ধনতেরাসের দিন ঘি এর প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে। বাড়িতে ইতিবাচক শক্তির আগমন হয়।
শুভ ফল
ধনতেরাসের দিন ঘি এর প্রদীপের পাশাপাশি তেল এর প্রদীপ জ্বালানোও শুভ। শুদ্ধ মনে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভক্তরা যা নিবেদন করেন, তাতেই তিনি প্রসন্ন হন।
তেল এর প্রদীপ
ধনতেরাসের দিন মা লক্ষ্মীর সামনে প্রদীপ রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শাস্ত্রে এ কথা উল্লেখ করা হয়েছে।
প্রদীপ ঠিক কোথায় রাখবেন?
ধনতেরাসের দিন তো বটেই, তার পাশাপাশি কালীপুজোতেও ঘি বা তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
কালীপুজোতেও প্রদীপ
এই প্রতিবেদনের বক্তব্য হিন্দুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।
বিশেষ দ্রষ্টব্য
ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে: জানুন এ.পি.জে আব্দুল কালামের কিছু সেরা উক্তি
মুখে এইভাবে মাখুন মধু, ত্বক হবে উজ্জ্বল-চকচকে
সকলের জন্য নয় চিয়া সিড, জানেন কাদের জন্য এটি ‘বিষ’ এর সমান?
আরও ওয়েব স্টোরি