e পুজোয় বাহারি জুতো পরবেন? কিন্তু পায়ে ট্যান, দূর করুন এই উপায়ে – TV9Bangla

24 September, 2025

পুজোয় বাহারি জুতো পরবেন? কিন্তু পায়ে ট্যান, দূর করুন এই উপায়ে

Image Credits: Pinterest, Getty Images 

TV9 Bangla Desk

লেবুর রস ট্যান হালকা করে আর মধু ত্বককে আর্দ্র রাখে। সপ্তাহে ৩–৪ বার ব্যবহার করুন। তফাৎ নজরে পড়বে।

লেবু ও মধুর প্যাক

দই ত্বক ঠান্ডা রাখে। আর বেসন মৃত কোষ তুলতে সাহায্য করে। ফলে দই ও বেসন একসঙ্গে মিশিয়ে নিয়মিত লাগালে ট্যান দ্রুত কমে।

দই ও বেসনের মিশ্রণ

অ্যালোভেরা জেল ত্বক ঠান্ডা করে এবং রোদে পোড়া দাগ হালকা করে। রোজ রাতে ঘুমনোর আগে এটি পায়ে মেখে রাখুন।

অ্যালোভেরা জেল

আলুর রসের ব্লিচিং প্রভাব ট্যান হালকা করতে সাহায্য করে। কাঁচা আলু ঘষে বা রস পায়ে মেখে দেখতে পারেন। ট্যান উঠবে।

আলুর রস

টম্যাটোতে থাকে লাইকোপেন। এটি ট্যান দূর করতে সাহায্য করে। সপ্তাহে ২-৩ দিন এটি ১৫ মিনিট পায়ে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

টম্যাটোর পাল্প

শসা ঠান্ডা অনুভূতি দেয় এবং পায়ের কালচে দাগ কমাতে সাহায্য করে। শসার রস বানিয়ে পায়ে ২০ মিনিট লাগান। ট্যান দূর হবে।

শসার প্যাক

হলুদ ত্বকে উজ্জ্বলতা আনে। অপরদিকে দুধ ত্বককে নরম রাখে। তাই হলুদ এবং দুধ একসঙ্গে মিশিয়ে পায়ে লাগালে ট্যান অনেকটাই কমে যায়।

হলুদ ও দুধ

ওটস প্রাকৃতিক স্ক্রাব হিসেবে মৃত কোষ তুলতে সাহায্য করে। সেই সঙ্গে এটি ট্যান কমানোর পাশাপাশি পা-কে মসৃণও করে তোলে।

ওটস স্ক্রাব

বেকিং সোডা মৃদু এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। তাই সপ্তাহে একবার জল দিয়ে বেকিং সোডার মিশ্রণ বানিয়ে পায়ে ব্যবহার করলে ট্যান দূর হবে।

বেকিং সোডা ও জল