25 September, 2025

ঘুরবে ভাগ্যের চাকা, দুর্গাপুজোর পঞ্চমীর দিন যদি করেন এ কাজ

Image Credits: PTI

TV9 Bangla Desk

এ বছর দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে ২৭সেপ্টেম্বর, শনিবার। পুজোর সময় ভাগ্য ফেরাতে এবং শনি দেবের কৃপা পেতে কিছু নির্দিষ্ট কাজ করতে পারেন।

পঞ্চমী 

পঞ্চমীর দিনে শনিদেবের অবস্থান পরিবর্তন হবে এবং তিনি আরও শক্তিশালী হবেন। এই দিনে শনি দেবকে তুষ্ট করতে কালো তিল, কালো চানা বা লোহা দান করতে পারেন।

শনিদেবের স্থান পরিবর্তন

শনিদেবের পছন্দের লাল বা হলুদ রঙের পোশাক পরতে পারেন। এবং দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য ভক্তি ভরে আরাধনা করতে পারেন।

পোশাক পরা

দুর্গা পুজো চলাকালীন ভক্তি ভরে নানা উপচার মেনে চলে দেবীর আরাধনা করলে জীবনের সকল বাধা দূর হয় এবং জীবনে সুখ-শান্তি আসে।

ভক্তি ও আরাধনা

এই শুভ দিনে ভাল কাজ করতে পারলে ভাগ্যে ইতিবাচক প্রভাব পড়ে এবং অর্থভাগ্য শক্তিশালী হয়।

কোনও শুভ কাজ

যদি সম্ভব হয় তা হলে পাখি বা পশুদের এই দিনে কিছু খাওয়াতে পারেন। তা হলে কপাল ঘুরবে।

পাখি বা পশুদের খাওয়ানো

পুজোর সময় বাড়িতে যেন শান্তি বজায় থাকে, সেই চেষ্টা করতে হবে। সম্ভব হলে এই দিনে ঝগড়া এড়িয়ে চলতে হবে।

ঝগড়া এড়িয়ে চলা

পঞ্চমীর দিন ভুল করলেও বাড়িঘর অপরিষ্কার রাখবেন না। যদি বাড়ি পরিষ্কার রাখেন, তা হলেই দেবী দুর্গা সন্তুষ্ট হন।

ঘর পরিষ্কার রাখা

এই প্রতিবেদনের বক্তব্য হিন্দু শাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Banglaর।

বিশেষ দ্রষ্টব্য