25 September, 2025
জীবনে শান্তি চান? দুর্গাষষ্ঠীর আগে বাড়ি থেকে এই জিনিসগুলি সরান
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
দুর্গাপুজোর আগে অনেকেই বাড়িঘর পরিষ্কার করেন। নতুন জামাকাপড় কেনার পাশাপাশি অনেকে এসময় বাড়ি সাজানোর নানা জিনিসও কেনেন।
দুর্গাপুজো
পুজোর সময় নতুন জিনিস শুধু কিনলেই হয় না। বাড়ি থেকে বেশ কিছু পুরনো জিনিসও সরাতে হয়।
নতুন জিনিস শুধু কিনলেই হবে না
শাস্ত্র মতে জীবনে যদি কেউ শান্তি চান, তা হলে দুর্গাষষ্ঠীর আগে বাড়ি থেকে কয়েকটি জিনিস সরিয়ে ফেলতে হবে।
শাস্ত্র কী বলছে?
বাড়িতে যদি অকেজো হওয়া ঘড়ি থাকে, তা হলে সেই বোধনের আগেই বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। আর না হলে সেটি সারিয়ে নিতে হবে।
খারাপ হওয়া ঘড়ি সরান
বাড়িতে যদি কোনও ভাঙা মূর্তি থাকে, তা হলে সেটি বোধনের আগে বাড়ি থেকে সরিয়ে দিতে হবে। না হলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়বে।
ভাঙা মূর্তি সরান
যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায়, তা হলে সেটিও বোধনের আগে সরিয়ে দেওয়া দরকার। সেই জাগায় একটি নতুন তুলসী গাছ লাগাতে পারেন। লক্ষ্মী দেবী খুশি হবেন।
শুকনো তুলসী গাছ
দুর্গাদেবীর বোধনের আগে পুরনো ও ছেঁড়া চপ্পল বাড়ি থেকে দূর করতে হবে। তা হলে সংসার থেকে নেগেটিভ শক্তিও দূর হবে।
নেগেটিভ শক্তি দূর করতে
বাড়িঘর সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। না হলে দেবী দুর্গা অসন্তুষ্ট হবেন। এবং যে বাড়ি নোংরা থাকে, সেদিকে তিনি যান না।
দেবী দুর্গা কীভাবে সন্তুষ্ট হবেন?
সংসারের অর্থকষ্ট ঘোচাতে বোধনের আগে ভাঙা জিনিসপত্র, ভাঙা আসবাবপত্র বাড়ি থেকে বের করে দিতে হবে।
অর্থকষ্ট দূর করতে এ কাজ করুন
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
নবরাত্রিতে এই ৯ স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে সোনালী সময় শুরু হতে চলেছে!
নবরাত্রির উপোসে মানুন এই টোটকা, মিলবে দেবী দুর্গার আশীর্বাদ
আরও ওয়েব স্টোরি