24 September, 2025

প্যাডেড ব্রা পরা ভাল না ক্ষতিকর? এক নজরে মিথ বনাম সত্যি

Image Credits: Pinterest, Canva  

TV9 Bangla Desk

প্যাডেড ব্রা মূলত আকার ও শেপ ধরে রাখতে ব্যবহৃত হয়। অনেকের মনে প্রশ্ন জাগে এটি শরীরের ক্ষতি করে কি না।

আপনি কি প্যাডেড ব্রা পরেন?

সত্যি: কোনও বৈজ্ঞানিক গবেষণা এখনও প্রমাণ করেনি যে প্যাডেড ব্রা ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

মিথ ১: প্যাডেড ব্রা স্তন ক্যানসারের কারণ হতে পারে

সত্যি: সঠিক সাইজ ও মানের ব্রা পরলে বরং আকার ঠিক থাকে, ভুল সাইজেই সমস্যা হতে পারে।

মিথ ২: নিয়মিত প্যাডেড ব্রা পরলে স্তনের আকার নষ্ট হয়

সত্যি: অতি টাইট ব্রা অস্বস্তি ও শ্বাসকষ্ট করতে পারে, কিন্তু স্থায়ী ক্ষতি করে না।

মিথ ৩: টাইট প্যাডেড ব্রা শ্বাসনালী চেপে ধরে ফুসফুসের ক্ষতি করে

সত্যি: মানসম্মত কাপড় বেছে নিলে এমন সমস্যা হয় না। তবে বেশি সময় ধরে পরলে জ্বালা হতে পারে।

মিথ ৪: গরমকালে প্যাডেড ব্রা পরে চুলকানি বা ইনফেকশন হবেই

সত্যি: এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। আরাম ও আত্মবিশ্বাসের উপর নির্ভর করে।

মিথ ৫: সব মেয়েদের জন্য প্যাডেড ব্রা বাধ্যতামূলক

সত্যি: ঘুমের সময় ব্রা না পরাই ভাল, এতে শরীর আরাম পায় ও রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে।

মিথ ৬: রাতে ঘুমের সময়ও প্যাডেড ব্রা পরে থাকা উচিত

সত্যি: বেশিরভাগ প্যাডেড ব্রা সুরক্ষিত উপাদান দিয়েই তৈরি হয়, ক্ষতির সম্ভাবনা নেই।

মিথ ৭: ব্রার প্যাডিং সবসময়ই কৃত্রিম ও ক্ষতিকর উপাদান দিয়ে তৈরি

কোনও মেয়ে ও মহিলা প্যাডেড ব্রা পরবেন নাকি নন-প্যাডেড পুরোটাই নির্ভর করছে তার পছন্দ ও কমফোর্টের উপর।

মাথায় রাখবেন