15 June 2024

মাটি লাগে না, শুধু জল পেলেই বাড়ে এই সব গাছ

TV9 Bangla

গাছের বৃদ্ধির জন্য মাটি, জল, হাওয়া আবশ্যক। কিন্তু এমন কিছু গাছ আছে, যা মাটি ছাড়াই বাড়তে সক্ষম। কেবল জল আর বাতাস হলেই হবে।

বাতাস শুদ্ধ করার জন্য পরিচিত স্পাইডার প্ল্যান্ট। এই ইনডোর প্ল্যান্টের জন্য লাগে না মাটি। কেবল জল হলেই হবে।

লাকি ব্যাম্বুকে ভালো ভাগ্যের প্রতীক হিসাবে মানা হয়। এই ইন্ডোর প্ল্যান্টও কেবল জল পেলেই বাড়তে পারে।

পথস অপর এক ইন্ডোর প্ল্যান্ট যা কেবল মাত্র জলেই বাঁচতে এবং বাড়তে পারে। এক গ্লাস জলেও এই কাজ রেখে দিতে পারেন বাড়িতে।

স্নেক প্ল্যান্টের বৃদ্ধির জন্যও লাগে না মাটি। বাতার পরিশুদ্ধ করার জন্যও এই গাছ খুবই জনপ্রিয়।

যত্ন নিতে পারলে কেবল জল পেলেই বাড়তে পারে মনস্টেরা প্ল্যান্ট। এই ইন্ডোর প্ল্যান্ট মাটিতে থাকলে বেশি ভালো হয়।

ইন্ডোর প্ল্যান্ট হিসাবে সমাদৃত ফিলোডেনড্রন। মাটি ছাড়াই এই গাছ বাড়তে পারে। জলে রেখে দিলেই হল।

ইংলিশ ইভি-র জন্যও প্রয়োজন হয় না মাটির। জল হলেই হল। তাই তো বারান্দা বা ঘরে এই গাছ ঝুলিয়ে রাখেন অনেকে।