23 September, 2025
৭ দিনে করুন ডার্ক সার্কেলের দাগ হালকা, কোন ঘরোয়া উপায় মানবেন?
Image Credits: Pinterest, Canva
TV9 Bangla Desk
শসার রস ঠান্ডা ভাব এনে ডার্ক সার্কেলের কালচে ভাব কমায়। প্রতিদিন ১০ মিনিট করে চোখের নীচে লাগিয়ে রাখুন।
শসার টুকরো ব্যবহার করুন
আলুর রস ব্লিচিং-এর মতো কাজ করে। কটন প্যাড ভিজিয়ে চোখের নীচে দিতে হবে। কয়েকদিনেই টের পাবেন পরিবর্তন।
আলুর রস লাগান
ব্যবহৃত গ্রিন টি বা ব্ল্যাক টি ব্যাগ ফ্রিজে রেখে ঠান্ডা করে চোখের নীচে দিয়ে রাখুন। এতে চোখের ক্লান্তি কমবে, কালো দাগ হালকা হবে।
টি-ব্যাগ কমপ্রেস
অ্যালোভেরা জেল সরাসরি লাগালে ত্বক ঠান্ডা থাকে। সেইসঙ্গে এটি ডার্ক সার্কেল কমতে সাহায্য করে।
অ্যালোভেরা জেলের ম্যাজিক
গোলাপজলে ভেজানো কটন প্যাড প্রতিদিন রাতে চোখের নীচে ভাল করে মিনিট পাঁচেক দিয়ে রাখলে সতেজ ভাব আসবে।
গোলাপজল আই-প্যাক
কাঁচা দুধে তুলো ভিজিয়ে চোখের নীচে দিতে হবে। দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে। দাগছোপ কমাতে সাহায্য করে।
দুধের ব্যবহার
নারকেল তেল চোখের চারপাশের এবং নীচে লাগিয়ে মালিশ করতে পারেন। তা হলে ত্বক মসৃণ ও আর্দ্র হবে। ফলে কালো দাগও দ্রুত হালকা হয়।
নারকেল তেলের মালিশ
চোখের নীচে সামান্য মধু লাগিয়ে রাখুন। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক মেরামত করতে পারে ও কালচে ভাব কমায়।
মধুর ব্যবহার
চোখের নীচে পুদিনার পেস্ট লাগালে একটা ঠান্ডা ভাব আসে। এটি লাগালে রক্তসঞ্চালন বাড়ে ও কালো দাগ ছোপ কমে যায়।
পুদিনার পেস্ট
ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পেতে প্রচুর জল পান করতে হবে। আর চাই পর্যাপ্ত ঘুম। তা ছাড়া ডার্ক সার্কেল কখনই যাবে না।
ঘুম ও জল অপরিহার্য
দেবী দুর্গাকে কোন দেবতা দিয়েছিলেন কোন অস্ত্র?
নবরাত্রিতে এই ৯ স্বপ্ন দেখলে বুঝবেন জীবনে সোনালী সময় শুরু হতে চলেছে!
নবরাত্রির উপোসে মানুন এই টোটকা, মিলবে দেবী দুর্গার আশীর্বাদ
আরও ওয়েব স্টোরি