বিরোধীদের অভিযোগকে 'ইগনোর' করতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মিত্র ইনস্টিটিউশনে ভ্রাতৃবধু তথা প্রার্থী কাজরীকে নিয়ে ভোট দিতে আসেন তৃণমূল সুপ্রিমো
“শান্তিপূর্ণ ভোট চলছে। মানুষ শান্তিতে ভোট দিয়েছে। উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছেন।” বললেন মমতা
বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “ভোটে লড়তে পারছে না। তাই এখন নাটক করছে। ও সব ইগনোর করুন।”