করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ভয় না পাওয়ার বার্তা প্রধানমন্ত্রীর
করোনার সঙ্গে লড়াইয়ে প্রধান হাতিয়ার ভ্যাকসিন। বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরও একবার এ বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেন, ১০০ বছরে সব থেকে বড় মহামারী ভারতের বুকে। দু’ বছর ধরে এই লড়াই চলছে। পরিশ্রমই এই পরিস্থিতি জয়ের একমাত্র পথ।
১৩০ কোটির দেশ লড়াই করে এই করোনাকে হারাবে বলেও আশা ব্যক্ত করেন নরেন্দ্র মোদী।