বৃহস্পতিবার নভজ্যোত সিং সিধু জানিয়েছেন, তিনি কোনও পদের পিছনে ছুটছেন না
কিছু রাজনীতিবিদের সঙ্গে যোগসাজশে পঞ্জাবে চলা মাফিয়া রাজের বিরুদ্ধেই তাঁর প্রধান লড়াই।
শাসন ব্যবস্থা নিয়েও এদিন জোরালো সওয়াল করেন পঞ্জাব কংগ্রেসের সভাপতি, এমনকি সংস্কারের দাবিতে সরব হয়েছেন
হয় এই ব্যবস্থা থাকবে নয় নভজ্যোত সিং সিধু থাকবে, ভোটের আগে হুঙ্কার প্রাক্তন ক্রিকেটারের