12 September 2023
কতদূর পড়াশোনা করেছেন শুভশ্রী?
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একমাত্র কাশ্মীরি পণ্ডিতের নাম অভিনেতা ভরত কল।
১৯৯০ সালে কাশ্মীরে হিন্দি পণ্ডিতদের উপর অত্যাচারের সময় তাঁরাও জন্মভূমি ছেড়ে পালিয়েছিলেন।
তারপর আর কাশ্মীরে পাকাপাকিভাবে থাকা হয়নি ভরত কল এবং তাঁর পরিবারের।
এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই কাশ্মীরে যান কখনও-সখনও। কিন্তু সেইভাবে আগের মতো থাকা হয় না আর।
ফের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কারণে কাশ্মীরে গেলেন ভরত। বেঁচে উঠল তাঁর জন্মভূমির নস্ট্যালজিয়া।
কিছুদিন আগেই কাশ্মীরে গিয়েছিলেন লীনা। সেখানে তাঁর শুটিংয়ের কিছু কাজ ছিল। এবার তাঁর দোসর হয়েছেন ভরত।
সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভরত। ঘোড় সওয়ারি থেকে শুরু করে পাহাড়ের ছবি, সবটাই ধরা পড়েছে সেখানে।
এক্কেবারে বাঙালি বাবু হয়ে পাজামা-পাঞ্জাবীতে সেজেছিলেন ভরত। এই না হলে কাশ্মীরি পণ্ডিত।
আরও পড়ুন